ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
শেষ পর্যন্ত বিধানসভায় এসে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির দিনহাটার জয়ী প্রার্থী নিশীথ প্রামানিক ও শান্তিপুরের জগন্নাথ সরকার। একদিকে যেমন তাদের সাংসদ পদ বহাল রইল ঠিক অন্যদিকে দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হল।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এ বিজেপি প্রার্থী হিসাবে ৪ সাংসদকে বেছে নিয়েছিল। এরমধ্যে দিনহাটা থেকে নিশীথ প্রামানিক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের উদয়ন গুহকে ৫৯ ভোটে পরাজিত করেন।
Two BJP MPs Jagannath Sarkar and Nisith Pramanik elected to the Bengal assembly from Santipur and Dinhata, respectively submitted their resignation before Speaker Biman Banerjee. pic.twitter.com/HjV4IVctE5
— ANI (@ANI) May 12, 2021
অন্যদিকে শান্তিপুর থেকে জয় লাভ করেন জগন্নাথ সরকার। কিন্তু হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয় ও লকেট চ্যাটার্জি পরাজিত হন। এমতাবস্থায় এই দুই জয়ী বিজেপি প্রার্থীকে হয় বিধায়ক পদ না হয় সাংসদ পদ ছাড়তে হত। শেষ পর্যন্ত তারা বিধায়ক পদ থেকেই ইস্তফা দিলেন। তাদের দাবি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই তাদের ইস্তফা।
আরও পড়ুনঃ ভীমা-কোরেগাঁও মামলায় সমাজকর্মী গৌতম নাভলাখার জামিনের আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট
ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়াল ৭৫ এ। একদিকে এই দুটো আসনে যেমন উপনির্বাচন হবে, ঠিক একই রকমভাবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584