ভ্যাকসিনের স্বেচ্ছাসেবক হতে চাইলেন রাজ্যপাল, ‘বয়সের কারণে রাজি হল না নাইসেড

0
70

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বুধবার বিকেলে শহরে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন কলকাতা পৌরসভার পৌর প্রশাসক ফিরহাদ হাকিম। কিন্তু তার পাল্টা কোন বিরোধীদলের নেতা নন বরং বুধবার সকালে করোনা ভ্যাকসিন নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকর।

jagdeep dhankar | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এই ট্রায়াল রান অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি ইচ্ছা প্রকাশ করেন। যদিও তাঁর শারীরিক অবস্থা এবং বয়স বিচার করে তাতে মত দিতে পারেননি চিকিৎসকরা।আজ থেকে নাইসেডে শুরু করোনার টিকার ট্রায়াল রান। হাজার জনের দেহে কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল করা হবে।

আরও পড়ুনঃ গুজরাটে কোভিড হাসপাতালে অগ্নিকান্ডের হলফনামা ঘিরে ক্ষোভ প্রকাশ সুপ্রিমকোর্টের

এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জানান।তারপরে রাজ্য সরকারের করোনা মোকাবিলার সরঞ্জাম দুর্নীতি নিয়ে সরব হন রাজ্যপাল।তিনি বলেন,”বিশ্বজুড়ে করোনার বিরাট প্রভাব পড়েছে। করোনা মোকাবিলায় যথেষ্ট সাহায্য করেছে আয়ূষমান ভারত।”

আরও পড়ুনঃ নাইসেডে কো ভ্যাকসিনের ট্রায়ালে পুরমন্ত্রী

করোনা চিকিৎসার জন্য রাজ্য যে যে জিনিসপত্র কিনছে, সেই স্তরেও দুর্নীতি ঢুকে পড়েছে। আবার সেই দুর্নীতি বন্ধ করতে তদন্ত টিম গঠন করেছে রাজ্য। কিন্তু, কারা সেই তদন্ত টিমের সদস্য? কাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তার কোনও স্পষ্ট রিপোর্ট নেই।

চিকিৎসা সামগ্রী কেনার দায়িত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কমিটির হাতে। সেই কমিটিই দুর্নীতি করছে বলে অভিযোগ রাজ্যপালের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here