পিয়ালী দাস, বীরভূমঃ
বিশ্বভারতীতে পিছু ছাড়ছেনা বিতর্ক। বিশ্বভারতী শতবর্ষ অনুষ্ঠানেও বাদ গেলো না রাজ্যপাল রাজ্য সংঘাত। বিশ্বভারতী শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যপাল জানালেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এদিনের ভার্চুয়াল বৈঠকে বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বক্তব্য রেখেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গুরুদেব কে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গুরুদেব বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন তার কর্মকাণ্ডের জন্য। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা রাজ্যপালের কাছে জানতে চায়, যে এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে কি না।
আরও পড়ুনঃ শুভেন্দু মিছিলের মধ্যেই তাকে চ্যালেঞ্জ জানাতে মেদিনীপুর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারণ রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয়েছে বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু বিশ্বভারতী তরফের সাফ জানিয়ে দেওয়া হয় আজকের অনুষ্ঠানে ইমেইল মারফত মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদী বলেন, করোনা মহামারীর জন্য পৌষ মেলা স্থগিত রাখা হয়েছে যার জন্য, তাদের সামগ্রী মেলায় বেচা গেলো না।
আরও পড়ুনঃ বাংলাকে গুজরাট হতে দেব না- সঙ্গীত মেলার উদ্বোধনের মঞ্চ থেকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
তিনি বিশ্বভারতী ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেন,কিভাবে শিল্পীরা তাদের পসরা বিক্রি করবেন সে উপায় তিনি বলে দেন। বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আচার্য নরেন্দ্র মোদি বলেন সেই সব শিল্পী যারা পৌষ মেলায় এবার তাদের পসরা নিয়ে বসতে পাড়লেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে অনলাইনে কিভাবে তারা তাদের হাতের তৈরী জিনিস বিক্রি করতে পারবে সে বিষয়ে শিল্পী দের অবগত করতে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ডঃ প্রলয় নায়েক। তিনি বলেন, এই মেলা মহামিলন ক্ষেত্র তৈরি করে। সত্যি বিজেপির চক্রান্ত সেই মহামিলনে বঞ্চিত হল বিশ্ববাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584