রাজনৈতিক টার্গেট করে খুন বন্ধ হোক- সরাসরি বৈঠকে মুখ্যসচিবকে বার্তা রাজ্যপালের

0
79

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

টিটাগড়ে মণীশ শুক্লা খুনের ঘটনায় রাজ্যপালের তলবের পরেও স্বরাষ্ট্রসচিব বা ডিজি না আসায় সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল। তারপরে অবশ্য রাজভবনে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে চলে গিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রায় আড়াই ঘন্টা সোমবার মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল।

official meeting | newsfront.co
রাজ্যপাল, মুখ্যসচিব বৈঠক। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, রবিবার ব্যারাকপুরের টিটাগড়ে নিজের গাড়ি থেকে নামার পরেই বিজেপি নেতা মনীশ শুক্লা খুন হওয়ার পরে সোমবার সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক আবহ।

রাতেই এই ঘটনার খবর পেয়ে রাজ্যপাল রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে জরুরি তলব করে ট্যুইট করেন। ওই ট্যুইটেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে উদ্বেগের কথা জানান রাজ্যপাল। কিন্তু তারপরেও তারা না আসায় ক্ষোভ প্রকাশ করে ফের ট্যুইট করেন তিনি।

আরও পড়ুনঃ মণীশ খুনে রাজ্যপালের স্বরাষ্ট্রসচিব, ডিজিকে তলব সত্ত্বেও গরহাজির দুজনেই

কিন্তু সেই ট্যুইটের কিছুক্ষণ বাদেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজভবনে পৌঁছে যান। প্রায় আড়াই ঘন্টা দু’জনের বৈঠক চলে। রাজভবন সূত্রের খবর, ব্যারাকপুরের বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনার প্রেক্ষিতে গোটা ঘটনায় রাজ্য পুলিশের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে খোঁজ নেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ ইউপি বিহারের মতো বাংলাতেও মাফিয়া রাজ চলছে, টকিং ফাউল বিজেপি সভাপতির

তবে শুধু ব্যারাকপুরের ঘটনার প্রসঙ্গই নয়, এই দিনের বৈঠকে উঠে আসে হেমতাবাদ, গোঘাট সহ রাজ্যে একের পর এক রাজনৈতিক সংঘর্ষে প্রসঙ্গ।

তারপরই রাজ্যপাল ট্যুইট করে বলেন “রাজনৈতিক খুন বন্ধ হোক। টার্গেট করে খুন বন্ধ হোক। আমার উদ্বেগের কথা জানিয়েছি মুখ্য সচিবকে। আশা করি মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here