ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
কেশরীনাথ ত্রিপাঠীর পরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলছেন জগদীপ ধানকর।এদিন রাষ্ট্রপতি সচিবালয় থেকে একথা জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কয়েকটি রাজ্যের রাজ্যপাল পরিবর্তন আনা হচ্ছে।
Lal Ji Tandon, Governor of Bihar is transferred and appointed as Governor of Madhya Pradesh, Phagu Chauhan as Governor of Bihar, RN Ravi as Governor of Nagaland. The appointments will take effect from the dates they assume charge of their respective offices. https://t.co/EmPQixDg46
— ANI (@ANI) July 20, 2019
বিহারের রাজ্যপালের পদ থেকে লালাজি টন্ডনকে সরিয়ে সেই পদে বসছেন ফাগু চৌহান।
Anandiben Patel, Governor of Madhya Pradesh is transferred & appointed as Governor of Uttar Pradesh, Jagdeep Dhankhar as Governor of West Bengal, Ramesh Bais as Governor of Tripura. pic.twitter.com/XQZ1JwSK7X
— ANI (@ANI) July 20, 2019
লালাজি মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে যোগ দিচ্ছেন।উত্তর প্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত হচ্ছেন আনন্দীবেন প্যাটেল।ত্রিপুরার রাজ্যপাল পদে বসছেন রমেশ বাইস এবং নাগাল্যান্ডে আর এন রবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584