শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও তার রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বারবারই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। সম্প্রতি বিমল গুরুংকে নিজেদের সমর্থনে এনে পাহাড় রাজনীতিতে মাস্টারস্ট্রোক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
বিধানসভা ভোটের আগে এভাবে হাত থেকে বেরিয়ে যাওয়া পাহাড় কিছুতেই মানতে পারছে বিজেপি। এর মধ্যেই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই রাজ্যপালের নভেম্বরে মাসখানেক পাহাড়ে কাটানো ইতিমধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
আরও পড়ুনঃ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা! অঞ্জলি দেওয়ায় আইনি নোটিস সৃজিত-নুসরতদের
অনেকেই বলতে শুরু করেছেন, অমিত শাহের বার্তা নিয়ে পাহাড় ক্ষত মেরামতে দার্জিলিংয়ে মাসখানেক সময় কাটাবেন রাজ্যপাল। কিন্তু তার জন্য কি বিজেপির কোনও নেতা যথেষ্ট ছিল না? না কি সাংবিধানিক প্রধানের ওপর ভরসা করে ২০২১ বিধানসভা লড়তে চাইছে বিজেপি? এমন প্রশ্ন তুলেছে শাসক দল।
আরও পড়ুনঃ ফের করোনায় মৃত্যু হল আরও এক পুলিশ ইন্সপেক্টরের
এদিন দিল্লি সফরে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। দিল্লিতে ২৯ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার কথা রাজ্যপালের।
তারপর ৩০ অক্টোবর ফিরে গোটা নভেম্বর মাস তিনি শৈলশহর দার্জিলিংয়ের রাজভবনে কাটাবেন, এমনটাই রাজভবন সূত্রে জানানো হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত পাহাড়ই থাকবে তার ঠিকানা। তবে রাজ্যপালকে দিয়েও বিজেপি খুব একটা সুবিধা করতে পারবে না বলে দাবি শাসকদলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584