নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
দার্জিলিংয়ে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে যোগ দিয়ে এদিন কলকাতার উদ্দেশ্যে ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।বুধবার এক দিনের সফরে এসেছিলেন উত্তরবঙ্গে। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, প্রথমবার রাজভবন দার্জিলিংয়ে সকলের জন্য খোলা হয়েছে।
এবং গত তিনদিন ধরে সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু মানুষ যোগ দিয়েছেন। শেষ দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি খুশি হয়েছি। ইতিমধ্যে একই ধরণের অনুষ্ঠান কোচবিহারে অনুষ্ঠিত হয়েছিল। তাতে ৯০০ জন শিল্পী অংশ নেন । আগামী ২৭ ফেব্রুয়ারি বিশিষ্ট রাজবংশী যোদ্ধা চিলা রায়ের জন্মবার্ষিকী।
চিলা রায় ইতিহাসের পাতায় মহান যোদ্ধা হিসেবে খ্যাত। তার ঈগলের মত কৌশল ছিল। এজন্য তার জন্ম বার্ষিকীতে তার প্রতিকৃতি কলকাতা রাজভবনে অপাবৃত করা হবে।পাশাপাশি রাজ্যপালকে নিবার্চনে কি হবে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনৈতিক কোনও মন্তব্য নিয়ে আমার প্রতিক্রিয়া দেওয়া ঠিক না।
আরও পড়ুনঃ নজিরবিহীন নমনীয়তা বামেদের, আইএসএফ কে ভাঙর ছাড়ছে লাল পার্টি
তবে আমি একটা কথা বলতে চাই গণতন্ত্রে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ নির্বাচন প্রক্রিয়া,শান্তিপূর্ণ নির্বাচন, নির্বাচিতকে চয়নের স্বাধীনতা যা কোনোমতে আপোস করা যায় না। এর পাশাপাশি তিনি আরও বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি শিলিগুড়িতে সাংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ফের উত্তরবঙ্গে আসবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584