যাদবপুরে বিক্ষুব্ধ পড়ুয়াদের ‘কাল আসছি’ জানিয়ে গেলেন ধনকড়

0
61

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

আজ দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যোগ দিতে গিয়ে প্রাথমিক ভাবে পড়ুয়াদের থেকে বাধা পান রাজ্যপাল জগদীপ ধনকড়। পরে অবশ্য পড়ুয়াদের সাহায্যেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ছাড়ার আগে পড়ুয়াদের উদ্দেশ্যে ধনকড় বলেন, কাল আবার বিশ্ববিদ্যালয়ে আসবেন তিনি।

Jagdeep Dhankhar | newsfront.co
যাদবপুরে রাজ্যপাল। চিত্র সৌজন্যঃ এএনআই, টুইটার

এ দিন দুপুর ২ টো নাগাদ রাজ্যপালের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁর গাড়ি ঘেরাও করেই প্ল্যাকার্ড দেখিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষোভে যোগ দেন তৃণমূল শিক্ষক-অশিক্ষক কর্মী সংগঠনগুলোও।

রাজ্যপালের গাড়ির উপরেও পোস্টার দিতে থাকে বিক্ষোভকারীরা। কোর্ট বৈঠকে ধনকড়কে যোগ না দিতে দেওয়াই উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের। রাজ্যপালের গাড়ি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঢুকে অরবিন্দ ভবন অবধি পৌঁছানোর আগেই থেমে যায়।

সূত্রের খবর, এ দিন বিশ্ববিদ্যালয় চত্বরে রাজ্যপালের প্রবেশাধিকার নিয়ে শিক্ষার্থীরা কিছু শর্ত রেখেছিল। তাঁদের একমাত্র শর্ত ছিল, পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিতে রাজি হলে, তাঁরা রাজ্যপালকে বৈঠকে যোগ দিতে দেবেন।

আরও পড়ুনঃ ঝাড়খন্ডে পরাজিত রঘুবর দাস

অতঃপর ঘণ্টাখানেক বাইরে আটকে থাকার পরে পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিতে রাজি হন ধনকড়। শিক্ষার্থী-রাজ্যপাল প্রশ্নোত্তর পর্ব চলাকালীন পড়ুয়াদের মধ্যে অনেকেই তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান দেন।

সিএএ-এনআরসি সংবিধানের মূল তত্ত্বকে অস্বীকার করছে কি না, তার জবাবে রাজ্যপাল বলেন, “আপনাদের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে। কিন্তু কথা না শুনলে কোনও আলোচনা হবে না। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কিছু বিতর্ক রয়েছে।”

আরও পড়ুনঃ তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আহত বিরোধী দলনেতা

পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যপালের বিরুদ্ধে বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করার অভিযোগ আসায় এর উত্তরে রাজ্যপাল বলেন, “আমি কোনও সরকারের মুখপাত্র নই। আমি সংবিধানের মুখপাত্র।”

যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস রাজ্যপালের কোর্টের বৈঠকে আসার বিষয়ে জানিয়েছেন, রাজভবন থেকে রাজ্যপালের ক্যাম্পাসে আসা নিয়ে লিখিত ভাবে কিছু জানানো হয়নি। তবে উপাচার্য বলেন, ‘‘উনি কোর্টের চেয়ারম্যান। আসতেই পারেন এবং কোটের বৈঠকে পৌরোহিত্য করতে পারেন।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here