পুরভোটের ফল ঘোষণার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনখড়

0
71

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পুরভোটের ফল ঘোষণার পরের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য দিল্লিতে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ বুধবার সকালে তিনি এই বিষয়ে একটি টুইট করেন। তিনি টুইটে লেখেন, ‘বুধবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করব।’

Jagdeep Dhankhar to meet Amit Shah
ছবি: টুইটার

তবে কী কারণে হঠাৎ এই বৈঠক, তার কারণ সমন্ধে কিছু জানা যায়নি। আলোচনার বিষয়ও স্পষ্ট নয়। আর এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কলকাতা পুরভোটে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা তুলে ধরতেই এই সাক্ষাৎ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অপরদিকে রাজ্যপালের কাছে একাধিক অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেগুলিও তুলে ধরা হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কলকাতা পুরভোটে বিশাল ব্যবধানে হেরেছে রাজ্য বিরোধী দল বিজেপি। কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। মাত্র ৩টি ওয়ার্ডে জিতেছে বিজেপি এবং ২টি করে আসনে বাম ও কংগ্রেস। ৩টি ওয়ার্ডে জিতেছে অন্যান্যরা।

আরও পড়ুনঃ কলকাতা পুরভোটে জয়ের আনন্দে নাতনিকে কাঁধে নিয়ে নাচলেন ফিরহাদ হাকিম

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here