শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে এবং রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থার অবনতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি কে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে বৈঠকে ডেকেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন সন্ধ্যা ৬ টা থেকে প্রায় ঘন্টা দুয়েক তারা বৈঠক করেন।
কিন্তু তারা বেরিয়ে যাওয়ার পরে রাজ্যপাল ফের টুইট করে জানান, রাজ্যে আইন-শৃঙ্খলা প্রশ্নে তার জিজ্ঞাসার কোনো সদুত্তর দিতে পারেননি মুখ্য সচিব এবং ডিজি। আর সব মিলিয়ে রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলেছে বলে দাবি রাজ্যপালের।
আরও পড়ুনঃ নয়া সংসদ ভবনের টাকা কৃষকদের দেওয়া উচিত ছিল কেন্দ্রেরঃ মমতা
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। বৈঠক শেষ হতেই রাজ্যপাল টুইট করে জানান, জেপি নড্ডার গাড়িতে হামলা হোক বা অন্য নানা বিষয়, কোনও কিছু নিয়েই তাঁকে অবগত করা হয়নি। মুখ্যসচিব ও ডিজি-র অবস্থান থেকেই আসলে রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলছে। আমি রাজ্য প্রশাসন এবং পশ্চিমবঙ্গ পুলিশ কে রাজভবন থেকে শুক্রবার দুপুর বারোটা নাগাদ সংবাদমাধ্যমের সামনে সমস্ত বিষয়টি পরিষ্কার ভাবে জানানোর দাবি করছি।’ যদিও এই নীরব সরকার তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
I urge Chief Minister @MamataOfficial to engage in deep reflection and apologetically withdraw this video comment that outrages essence and sublimity of Bengal’s rich culture. pic.twitter.com/HL8dcyBqaa
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020
আরও পড়ুনঃ জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বিধাননগরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও রাজ্যপালের কাছে বৃহস্পতিবারের ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই নিয়ে টুইট করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজ্যপাল বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট-বার্তার কোনও সরাসরি জবাব মেলেনি। বিকেলে মেয়ো রোডের সভা থেকে শ্লেষাত্মক ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওঁদের লোক নেই। আর ওরা একাই প্রোগ্রাম করবে আর কেউ করবে না। কনভয়ে হামলার নাটক করে ন্যাশনাল নিউজে দেখাবে।’’ মুখ্যমন্ত্রী ভঙ্গিমার ভিডিও তার টুইটারে তুলে ধরে বাংলা সংস্কৃতিমনস্ক মানুষের আছে ক্ষমা চাওয়ার দাবি করেছেন রাজ্যপাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584