আন্দোলনে মৃত কৃষকদের সম্পর্কে নির্মম মন্তব্য বিজেপি মন্ত্রীর

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষক আন্দোলন চলা কালে ২০০ জন কৃষকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছে সারা দেশ। এই বিষয় নিয়ে একটি সংবাদমাধ্যম হরিয়ানার কৃষিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন যে ঘরে থাকলেও ওই কৃষকদের মৃত্যু হতে পারতো। হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালালের এমন অসংবেদনশীল মন্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

bjp leader | newsfront.co
জে পি দালাল- ফাইল চিত্র

যখন দেখা যায় ব্যাপক হারে শেয়ার হচ্ছে ভিডিওটি তখন তিনি ক্ষমা চেয়ে বলেন, এর “ভুল অর্থ” তৈরি করা হয়েছে। হরিয়ানার কৃষিমন্ত্রী বলেন, “যদি কেউ এই মন্তব্যে আঘাত পান তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” তিনি আরও বলেন যে তিনি কৃষকদের কল্যাণে কাজ চালিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ শুরু হতেই মন্ত্রীকে বলতে দেখা গিয়েছে, মৃত্যু সবসময় বেদনাদায়ক।

আরও পড়ুনঃ প্রতিবাদের অধিকার সবসময় ও সব জায়গার জন্য নয়ঃ সুপ্রিম কোর্ট

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জে পি দালাল বলেন, “তাঁরা যদি তাঁদের বাড়িতে থাকতেন তবে সেখানেও মারা যেতে পারতেন। ভারতবর্ষে বছরে কত লোক মারা যায় সেই হিসেব জানেন? এক থেকে দুই লক্ষ মারা যান ছ’মাস অন্তর। কেউ হার্ট অ্যাটাকের কারণে মারা যাচ্ছেন এবং কেউ অসুস্থ হয়ে পড়ে মারা যাচ্ছেন। যারা মারা গেছেন তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রয়েছে। আমার সহানুভূতি রয়েছে ১৩৫ কোটি মানুষের সঙ্গে।”

যদিও দিল্লির সীমান্তে আন্দোলন চলাকালীন কৃষকরা যেভাবে প্রাণ হারালেন সে বিষয়ে মিডিয়া প্রশ্নের জবাবে তিনি বলেন,কেউই দুর্ঘটনায় মারা যাননি। নিজেরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এই মন্তব্যের কারণে পাল্টা আক্রমণ করেন জেপি দালালকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here