ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এবার করোনায় আক্রান্ত হলেন জেলবন্দি কবি তথা সমাজকর্মী ভারভারা রাও। ৮০ বছর বয়সী কবিকে নভি মুম্বাইয়ের তালোজা জেল থেকে চিকিৎসার জন্য জেজে হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ মাধ্যম পিটিআই সূত্রে জানা যায় যে হাসপাতালের ডিন ডঃ রঞ্জিত মানকেশ্বর জানান কবি অ্যাসিমটোমেটিক ও তাঁর শরীর দুর্বল। বৃহস্পতিবার তাঁর কভিড১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ আসে বলেও তিনি জানান।
Jailed poet and activist Varavara Rao, an accused in Elgar Parishad-Maoist links case, tests positive for #COVID19: Hospital official
— Press Trust of India (@PTI_News) July 16, 2020
২০১৫ সালের নভেম্বর মাসে মাওবাদীদের সঙ্গে যোগ সাজশ ও হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারভারা রাও-সহ আরও পাঁচ লেখক ও সমাজকর্মীকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের ১ জানুয়ারি পুনে জেলার ভীমা-কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্ত উপলক্ষে হওয়া একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। ওই হিংসায় এক ব্যক্তির মৃত্যু হয় এবং দশজন পুলিশ কর্মী-সহ বেশ কয়েকজন আহত হন। অভিযোগ, কিছু মানুষ গেরুয়া পতাকা নিয়ে পাথর ছুঁড়তে শুরু করলে হিংসা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ মোট ১৬২ জনের বিরুদ্ধে ৫৮ টি মামলা দায়ের করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584