‘মানি হাইস্ট’ দেখার জন্য কর্মীদের একদিনের ছুটি ঘোষণা করল জয়পুরের সংস্থা

0
108

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে বহু প্রতীক্ষিত ‘মানি হাইস্ট সিজন ৫’। আর তার জন্যই কর্মীদের একদিন ছুটি দিল রাজস্থানের জয়পুরের এক বেসরকারি সংস্থা। এই বিষয়টা অবাক হওয়ারই মতো। ‘মানি হাইস্ট সিজন ৫’ নিয়ে যে অনুরাগীদের উত্তেজনার পারদ কম নয় তা আগেই বুঝেছেন সংস্থার মালিক।

Money heist
ছবি: সংগৃহীত

‘ভার্ভে লজিক’ নামে জয়পুরের ওই সংস্থা কর্মীদের মানি হাইস্ট দেখার জন্যই আগামী ৩ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছে বলে খবর। গত ২৬ অগাস্ট সংস্থার সিইও অভিষেক জৈন কর্মীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন। বার্তার বিষয় হিসাবে উল্লেখ করেন, “নেটফ্লিক্স অ্যান্ড চিল হলিডে”।

তিনি বলেন, “মাঝে মধ্যে ব্রেক নেওয়া ভাল।  ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে ‘মানি হাইস্ট সিজন ৫’। আমরা চাই না, শুধুমাত্র একদিনের জন্য ভুয়ো ছুটির অ্যাপ্লিকেশনে সংস্থার ইমেল ভরে যাক, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এমনটা নয়। কাজে উৎসাহ পাওয়ার জন্য কখনও কখনও এমন হালকা মুহূর্তেরও প্রয়োজন আছে। তাই আর দেরি কীসের? পপকর্ন খান, সোফায় গা এলিয়ে দিন। আর মজায় দেখুন ‘মানি হেইস্ট’ সিজন ৫। সে কারণেই আমরা সকল কর্মীকে ওইদিন ছুটি দিচ্ছি।” বার্তার শেষে ‘বেলা চাও বেলা চাও বেলা চাও’ লিখতেও ভোলেননি তিনি।

আরও পড়ুনঃ গুজরাটে ফের খুলল স্কুলের দরজা, শুরু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পঠনপাঠন

এছাড়া সোশ্যাল মিডিয়ায় ওই বার্তার মাধ্যমে কর্মীদের প্রশংসাও করেছেন সিইও। কর্মীরা যেভাবে অতিমারী আবহে হালফিলের ওয়ার্ক ফ্রম হোমে কাজ করেছেন, সেই উৎসাহ এবং উদ্যমের প্রশংসা করেছেন তিনি। কঠিন পরিশ্রমের পর সামান্য বিরতি প্রয়োজন বলেও জানিয়েছেন খোদ সিইও। এদিকে, ইতিমধ্যেই জয়পুরের সংস্থার সিইও’র ছুটি ঘোষণার নোটিস নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। জয়পুরের সংস্থার সিইও’র কর্মীদের প্রতি এমন ব্যবহার দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here