মোদীকে চিঠি,কেন্দ্রীয় মন্ত্রীসভায় থাকতে চান না জেটলি

0
83

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

Jettley wants to resigned from central cabinet
ছবিঃহিন্দুস্থান টাইমস

শারীরিক অসুস্থতার কারণে নবগঠিত মন্ত্রিসভায় কোনরকম দায়িত্বভার নিতে চান না ।এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তার অবস্থানের কথা জানান প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার লেখা চিঠির কিছু অংশ তিনি টুইটারে পোস্ট করেন । তার লেখা থেকে যা জানা গেছে তা হলো ,”আমি আপনার উদ্দেশে লিখিত ভাবে,আনুষ্ঠানিক অনুরোধ জানাচ্ছি যে আমার নিজের প্রতি কিছু দায়িত্ব আছে, আমার চিকিৎসা, আমরা শরীর ও আরও কিছু, যার জন্য আমি বর্তমান সরকারের কোনো রকম দায়িত্ব নিতে সক্ষম নই।”

Jettley wants to resigned from central cabinet
মোদীকে প্রেরিত জেটলির চিঠি।ছবিঃ অরুন জেটলির টুইটার থেকে

অনেক আগে থেকেই এ বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল।সংবাদ মাধ্যমেই এই নিয়ে গুঞ্জন শুরু হলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল অরুণ জেটলির শারীরিক অসুস্থতা জনিত যে সমস্ত খবর ছড়াচ্ছে তা আদতে গুজব এবং মিডিয়ার উচিত এই ধরনের গুজব না ছড়ানো এমনটাই জানা গেছে সংবাদ সংস্থা এনডিটিভি সূত্রে।

৬৬ বছরের অরুণ জেটলি জানিয়েছেন গত ১৮ মাস ধরে তিনি নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য তাকে মাঝেমধ্যেই আমেরিকা ও ব্রিটেন এ যেতে হয় । তাই নিজের শরীরের কথা ভেবে তিনি বিজেপির নবগঠিত সরকারে কোনরকম দায়িত্বভার নিতে চান । বিজেপির বিপুল জয়ের পরে বিজয় অনুষ্ঠানে তিনি অংশ নেন নি।

আরও পড়ুনঃ সিদ্ধান্ত বদল,শপথ অনুষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী

উল্লেখ্য আগামীকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here