কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার সন্ত্রাসবাদীদের রক্ষার্থে মত জেটলির

0
56

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

Jaity say about teriest of election

সামনেই দেশের সরকার গড়ার নির্বাচন।এর মাঝে নিজেদের কুরসি বাঁচাতে মরিয়া বিজেপি।সেই সাথে বিজেপিকে টেক্কা দিয়ে ক্ষমতায় আসতে ভোট যুদ্ধে নেমেছে কংগ্রেস।সমাজের সর্বস্তরের মানুষের মন জুগিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে মানুষের মন জয় করতে তাই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল।এরই মধ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে বারবার খোঁচা দিয়েছে কংগ্রেস।

এদিকে ভোটের মুখে কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করেছে।যে ইস্তেহার নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দাবি করেছেন এটি মূলত পাঁচটি মূল দিকের কথা ভেবে তৈরি হয়েছে।প্রকল্পের অধীনে এনে যতটা যথা সম্ভব দারিদ্র দূরীকরণের জন্য NYAY প্রকল্পের অধীনস্থ করা,যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা , জিএসটি’র সংস্কার করা, শিক্ষার জন্য দ্বিগুণ অর্থ বরাদ্দ করা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। রাহুলের দাবি,”সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে তৈরি করা হয়েছে।”

আরও পড়ুনঃ রাজ্যের কর্মীরা আদালতের দিকে তাকিয়ে,কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা

এদিকে কংগ্রেসের এই ইস্তেহারকে ‘অত্যন্ত ভয়ঙ্কর’ এবং‘একেবারেই বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদিক সম্মেলনে তিনি বলেন,”কংগ্রেসের এই ম্যানিফেস্টো মাওবাদী ও জেহাদিদের রক্ষা করার কাজে সাহায্য করবে।শুধু তাই নয়,সন্ত্রাসবাদী ও তাদের ‘বন্ধু’দের মুখেও হাসি ফোটাবে কংগ্রেসের এই ম্যানিফেস্টো।”
পাশাপাশি তিনি আরো বলেন,”এই ম্যানিফেস্টোতে এমন দাবি করা হয়েছে, যা দেশকে ভেঙে ফেলায় প্ররোচনা দেবে।সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা আর অপরাধ বলে গণ্য করা হবে না।যে দল এই কথাগুলি বলতে পারে,এই ম্যানিফেস্টো প্রকাশ করতে পারে,তাকে একটা ভোটও দেওয়া যাবে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here