নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারে পুর এলাকায় ১০ টি সৌরচালিত জল প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক সৌরভ চক্রবর্ত্তী । শুক্রবার বেলা ১২ টা নাগাদ আলিপুরদুয়ার পুরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সূর্যনগর খেলার ময়দানে এই প্রকল্পের শিলান্যাস করেন, এরপর এক এক করে বাকি ৯ টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি।
আলিপুরদুয়ারে জলের অসুবিধা দূর করতে এবং সবাইকে পরিশ্রুত পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে। এই প্রকল্পে কোনো পাম্প বা বিদ্যুৎ ছাড়াই জল পাবে সাধারণ মানুষ ফলে তাদের কোনো কর দিতে হবে না। এই প্রকল্পে খরচ হবে আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য খুলে গেল দাসপুরে বায়ো ডাইভার্সিটি পার্ক
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত, প্রশাসনিক বোর্ডের ডিরেক্টর প্রদ্যুত আচার্য্য, আলিপুরদুয়ারের পুরসভার প্রাক্তন চ্যায়ারম্যান দীপ্ত চ্যাটার্জি সহ অনেকেই । বিধায়ক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, এই প্রকল্পের দরুন আলিপুরদুয়ারবাসী জল সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে বলেই আশা করছেন তারা।
সৌরচালিত প্রকল্প হওয়ায় সাধারণ মানুষকে কোনো করও দিতে হবে না। তিনি এও জানিয়েছেন আজ এই প্রকল্পের কাজ ও শুরু হয়ে যাবে ফলে খুব শীঘ্রই সাধারণ মানুষ এর সুবিধা পাবে বলেই আশাবাদী তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584