নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জলঙ্গি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ডেপুটেশন জমা দেওয়া হয় এদিন। একাধিক দাবি নিয়ে দলে দলে মিছিল করে জলঙ্গি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে গিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
![Protest | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/06/Protest-7.jpg)
লকডাউনের ফলে ৫ জনের প্রতিনিধি দল গঠন করে এদিন ডেপুটেশন জমা করেন তারা। এদিন জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, “বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জুড়ে আমপান বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে ও পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়াতে এবং সরকারের দুর্নীতি ও বিভিন্ন প্রকল্পের টাকা তছরুফের প্রতিবাদে আজকের এই ডেপুটেশন।”
আরও পড়ুনঃ আক্রান্ত কংগ্রেস বিধায়িকা, অভিযোগের তীর তৃণমূলের দিকে
তিনি আরও বলেন, আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও তার পরিবার কোন রকম সরকারি সুযোগ সুবিধা ঠিক মত পাচ্ছেনা। তিনি জলঙ্গির বিডিও এবং তৃণমূলকে কটাক্ষ করে তীব্র সমালোচনা করেন। পাল্টা জবাব দিন বিধায়ক আব্দুর রাজ্জাক ও ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল ইসলামও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584