নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা ভাইরসের কারণে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। সেই লকডাউন থেকে বাদ পড়েনি জলঙ্গিও। আর সেই কারণে কাজ হারিয়েছে অসংখ্য মানুষ। তাদের মধ্য আছে ইমাম ও মোয়াজ্জেমরাও। এই পরিস্থিতিতে মসজিদে জামাত করে নামাজ আদায় করতে নিষেধ করেছেন পুলিশ প্রশাসন।
সেই কারণে ইমাম মোয়াজ্জেমদের কাজ হারিয়েছে এক প্রকার। তাই এবার ইমাম মোয়াজ্জেমদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলঙ্গি ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাকিবুল ইসলাম। তিনি আজ জলঙ্গি ব্লকের চুয়াপাড়া অঞ্চলের ৫৫ জন ইমাম মোয়াজ্জেমদের চাল, ডাল,আলু,সয়াবিন,তেল,ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দিলেন ইমামদের হাতে।
আরও পড়ুনঃ মালদহ জেলা পরিষদ সভাধিপতির উদ্যোগে মানিকচকে ত্রান বিতরন
ব্লক সভাপতি রাকিবুল ইসলাম বলেন যে আজ আমরা মোট ৫৫ জন ইমাম মোয়াজ্জেমদের এই খাদ্য প্যাকেজ তুলে দিলাম। আমরা সাধ্যমতো কাজ হারা মানুষের পাশে দাঁড়িয়েছি। আজ ইমাম মোয়াজ্জেমদের পাশে দাঁড়ালাম ও আগামীতে পুরোহিতদের মাঝে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেবো আমরা। আসতে আসতে আমার ব্লকের সমস্ত ইমাম মোয়াজ্জেম ও পুরোহিতদের বিভিন্ন ভাবে আমাদের সাধ্য মত সাহায্য করবো।
চয়াপাড়া এলাকার এক মাদ্রাসার প্রধান শিক্ষক আনারুল ইসলাম বলেন, আমাদেরকে এখনও কেও কোনো ভাবে সাহায্য করেননি, এই প্রথম ব্লক সভাপতি আমাদের সাহায্যের হাত বাড়িতে দিলেন, এই সাহায্য পেয়ে আমরা অনেক খুশি এমনকি আমরা এই মাহেরামজান মাসে তার জন্য দুয়া করবো আল্লাহতালার কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584