নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গত সোমবার জলঙ্গি থানায় খবর আসে ঘোষপাড়া এলাকার এক অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাচ্ছেনা শিশুর পরিবার। খবর পেয়েই জলঙ্গি থানার ওসির নির্দেশে, এসআই মহম্মদ খুরশিদ আলম, ওই পরিবারকে অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা করে দেন।
ঘোষপাড়া অঞ্চলের পাঁচ বছরের শিশু আয়েষা সিদ্দিকি গত দুই বছর ধরে যকৃত রোগে আক্রান্ত। সেই রোগের চিকিৎসা করতে যাবার কথাছিল হাসপাতালে। বাড়ি থেকে বেরিয়ে কোনো গাড়ি পাচ্ছিলনা পরিবার। এসআই খুরশিদ আলম অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পাশাপাশি অ্যাম্বুলেন্সের ভাড়াও মিটিয়ে দেন।
এমনকি ওই শিশুর পরিবারের হাতে চিকিৎসার খরচ বাবদ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় জলঙ্গি থানার পক্ষ থেকে।আজ হাসপাতাল থেকে ছুটি পেয়ে জলঙ্গি থানায় আসেন আয়েষা ও তার বাবা।
আরও পড়ুনঃ নাবালিকার বিয়ে রুখলো বড়ঞা ব্লক প্রশাসন
তখন জলঙ্গি থানার পক্ষ থেকে ওসি উৎপল কুমার দাস ও এসআই আলম শিশুটির হাতে শীতবস্ত্র ও পাঁচ হাজার টাকা তুলে দেন।ভবিষ্যতেও ওই শিশুর চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দেন থানার ওসি ও এসআই আলম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584