সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
১৯৯৮ সালের ১৩ ই জানুয়ারি শীতের ভোররাতে করিমপুর পান্নাদেবী কলেজের ছাত্র ছাত্রীরা পিকনিক করে বাসে করে মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক লালবাগ থেকে নদীয়া জেলার করিমপুর বাড়ি ফেরার উদ্দেশ্য আসছিল। দুর্ভাগ্যবশত হঠাৎ কুয়াশার কারণে জলঙ্গির কর্নারে এসে সোজাসুজি পদ্মা নদীতে পড়ে যায়। বাস ডুবে যাওয়ায় ৬৬ জন তরতাজা প্রাণের সলিল সমাধি হয় সেই সময়।
আর সেই দিনটিকে কালো দিন হিসেবে তৃণমূল কংগ্রেস পালন করে চলেছে গত ২৪ বছর ধরে বলে জানান ব্লক সভাপতি রাকিবুল ইসলাম। তিনি আরো বলেন, প্রতি বছর ১৩ জানুয়ারি নিহতদের আত্মার শান্তি কামনা করে পুষ্প ও মাল্য দানের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান হয় জলঙ্গী ব্লকের দলীয় কার্যালয়ে।
আরও পড়ুনঃ কান্দিতে সরকারি বাস ও লরির ধাক্কায় আহত ১২
তিনি আরো বলেন, সেই দিনের কথা মনে পড়লে এখনো শরীর শিহরে উঠে। শুধু কান্নার আর্তনাদ গোটা পদ্মা নদীর এলাকা জুড়ে। উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস (দক্ষিণ) সভাপতি রাকিবুল ইসলাম(রকি), জলঙ্গি ব্লক যুব তৃণমূল কংগ্রেস (দক্ষিণ) সভাপতি ইমরান সরকার, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য মোহিত কুমার দেবনাথ সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ ও পাঁচ অঞ্চলের সভাপতিগণ, কর্মীসর্মথকবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584