গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
জমির মালিকানা ঘিরে তৈরি হল জটিলতা। ফলে নির্মীয়মাণ রাস্তার কাজ বন্ধ করে দিলো জলপাইগুড়ি পুরসভা। বিগত কয়েকদিন ধরেই জলপাইগুড়ির রায়কতপাড়ায় বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গণের উল্টোদিকের করলাপাড়ে রাস্তা নির্মাণের কাজ করছিল কলকাতার এক বেসরকারি সংস্থা।
খবর পেয়ে পুর কর্তৃপক্ষ সক্রিয় হয়ে ওঠে। জানা গিয়েছে, পুরসভার অনুমতি না নিয়েই ওই ময়দানে রাস্তার কাজ চলছিল। করোনাকালে ওই ময়দানেই বাজারের একাংশকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হতেই নড়েচড়ে বসে পুরসভা।
আরও পড়ুনঃ পাথরপ্রতিমায় রাস্তা নির্মাণে অনিয়ম, বিক্ষোভ গ্রামবাসীদের
বন্ধ করে দেওয়া হয় রাস্তা নির্মাণের প্রক্রিয়া। তলব করা হয় ওই বেসরকারি সংস্থার পদাধিকারীদের। এবিষয়ে পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন,পুরসভার অনুমতি না নিয়ে এভাবে কাজ করা যায়না।নির্মাণকারী সংস্থার প্রতিনিধির মাধ্যমে কলকাতার অফিসে যোগাযোগ করা হয়েছে। জমি সংক্রান্ত নথিপত্র নিয়ে পুরসভায় তাদের হাজির হতে বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584