শ্যামল রায়,নদীয়াঃ
সোমবার সকাল সাড়ে নটা নাগাদ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রেলগেট এর কাছে একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট গাড়ির ধাক্কা লাগায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অভিযোগ যে সামান্যতম ধাক্কায় যাত্রীবাহী বাসের যাত্রীদের কোনরকম দুর্ঘটনার কবলে পড়তে হয়নি কাউকে। অথচ যাত্রীবাহী বাসটি রাস্তার উপর দাঁড় করিয়ে রেখে প্রাইভেট গাড়ির লোকজনদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি যাত্রীবাহী বাসের চালক ও খালাসিরা প্রাইভেট গাড়ির উপর চড়াও হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় নবদ্বীপ রেলগেটে। ঘন্টাখানেক গৌরাঙ্গ সেতু রোড অবরুদ্ধ হয়ে পড়ে । বহু বাস-লরির যানবাহন সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায় রাস্তার উপর ।
ফলে স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীরা চরম সমস্যার মধ্যে পড়েন ।
শেষমেষ নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।
স্থানীয় দোকানদাররা এবং এবং যাত্রীরা অভিযোগ করেন যে কোনো ঘটনাই ঘটেনি অথচ সামান্যতম ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলা মোটেই বরদাশ্ত করা যায় না ।সামান্যতম ঘটনাকে কেন্দ্র করে রাস্তার উপর একটি বেসরকারি বাস আড় করে দাঁড় করিয়ে দিয়ে ব্যাপক যানজট সৃষ্টি করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে আলোচনা সাপেক্ষ সমস্যা সমাধান করে দেয়।
নবদ্বীপ থানার পুলিশ জানিয়েছে যে এমন কিছু ঘটনা নয় তবুও এই ধরনের ঘটনা কোন মতেই ঠিক নয়। এই যানজটের কবলে পড়ে বহু অসুস্থ মানুষ আরো বেশি মাত্রায় অসুস্থ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই সকলের উচিত সচেতনভাবে বিশৃঙ্খলা এগিয়ে চলা। যে কোন ঘটনাকে কেন্দ্র করে রাস্তা আটকে যানজট তৈরি করা এটা মোটেই কাম্য নয় তবে এধরনের অনিয়ম কোনভাবেই বরদাশ্ত করবে না মানুষকে সচেতন হওয়ার আহবান জানান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584