সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের জামতাড়া উচ্চ বিদ্যালয়-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হলো। বিদ্যালয়ের নিজস্ব মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক চিন্ময় বিশ্বাস বলেন, একাধিক ইভেন্ট ছিল এবং বিদ্যালয় এর প্রায় সব ছাত্রছাত্রী ইভেন্টগুলিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। ভালকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবু মালিক, বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক মধু ব্যানার্জি, স্বপন সামন্ত, জগবন্ধু চৌধুরী প্রমুখরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানব কুমার দত্ত জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার গৌরব বৃদ্ধি করেছেন। বিদ্যালয়ের এক ছাত্র সম্প্রতি জাতীয় পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলেও জানা যায়।
আরও পড়ুন: ফালাকাটা জটেশ্বর উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন
বিদ্যালয়ে শিক্ষক শঙ্কু রায় এবং আদিত্য মল্লিক বলেন, এই বছর জানুয়ারি মাসের ২৯ তারিখ এবং ৩০ তারিখ দু’দিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। একাধিক ইভেন্টে অধিক সংখ্যক পড়ুয়ার যোগদানের ফলে প্রথম দিন ১০০ মিটার বা ২০০ মিটার দৌড়-এই সব খেলাগুলিতে হিট করে তারপর সেখান থেকে শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রীদের বেছে আজ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ীদের হাতে পুরস্কারও এদিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে পড়ুয়া থেকে অভিভাবক সবার জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584