পরের বছর আরও অভিজ্ঞ বিরাটকে বল করতে মুখিয়ে অ্যান্ডারসন

0
46

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

৬০০ টেস্ট উইকেট নিয়েছেন। তবুও খিদে এতটুক কমান নি ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। ২০১৪ সালে টেস্ট সিরিজে দশ ইনিংসে মাত্র ১৩৪ রান করা ব্যর্থ বিরাট তাঁর চার বছর পর ইংলিশ সফরে সিরিজের সর্বোচ্চ রান স্কোরার হন। করেন দু’ টি শতরান। ২০২১ সেই বিরাট আরও অনেক অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ড সফরে যাবেন। তাই অভিজ্ঞ কোহলিকেই বেগ দিতে চান জিমি।

Kohli and Anderson | newsfront.co
ফাইল চিত্র

তিনি বলেন, ‘বিরাট অনেক উঁচুমানের ব্যাটসম্যান, ওকে বোলিং করা সবসময়ই খুব চ্যালেঞ্জের কাজ। আমার মনে হয় লড়াইটা আগামী বছর খুবই শক্ত হবে। যদিও আমি লড়াই সবসময় খুব উপভোগ করি। সেরা ব্যাটসম্যানকে আউট করার একটা খিদে আমার মধ্যে কাজ করে সবসময়।‘

আরও পড়ুনঃ চেন্নাই দলে কেন করোনা ভিডিও প্রকাশ পেতেই বিতর্ক

আর চোদ্দ সালে ওর বিরুদ্ধে আমি সাফল্য পেয়েছিলাম, ও ফর্মে ছিল না। কিন্তু ২০১৮ সালে বিরাট নিজেকে পাল্টে ফেলে সফল হয়ে নিজের ক্লাসের প্রমান দেয়। অনেক বেশি ধৈর্য রেখে ব্যাট করে গেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here