নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
তিনি বর্ণবিদ্বেষ মূলক মন্তব্যর স্বীকার সোশ্যাল মিডিয়াতে। মানসিকভাবে আহত সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ড পেস বোলার জোফ্রা আর্চার, তার এই মন্তব্যর পর সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে। তবে এই বিষয়ে আর্চারের পাশে দাঁড়ালেন তার সতীর্থ জেমস অ্যান্ডারসন।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত ও এই ম্যাচে খেলতে চাইবে কারণ সিরিজের মরণ বাঁচন ম্যাচ এটা। সিরিজ বাঁচাতে আর্চারকে আমাদের দরকার। সেটা ও নিজেও জানে। কোথাও যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে অধিনায়ক কথা বললে সেটা মিটে যায়, তাই আমি বলবো রুট যাতে কথা বলে ওর সঙ্গে তাহলেই ঠিক হয়ে যাবে সব। আর দল থেকে ওকে কিছু বলা হয় নি। সম্মান করা হয় ওকে। সোশ্যাল মিডিয়া ব্যাপারটা খুব খারাপ।
আরও পড়ুনঃ তিনি বর্ণবিদ্বেষের শিকার দাবী আর্চারের
এখানে করা মন্তব্য অনেক সময় প্লেয়ারদের কেরিয়ার নষ্ট করে দেয়। আমি ভাগ্যবান আমি যখন খেলতে আসি তখন এই সোশ্যাল মিডিয়া ব্যাপারটা ছিল না।‘ এখন দেখার আদৌ আর্চার আগামী কাল থেকে শুরু তৃতীয় টেস্টে মাঠে নামেন কিনা !
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584