চেন্নাই টেস্টে খুশির খবর টিম ইন্ডিয়ায়, অ্যান্ডারসন-সহ চার ক্রিকেটারকে বিশ্রামে পাঠাচ্ছে ইংল্যান্ড

0
59

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আগামীকাল থেকে শুরু চেন্নাই টেস্টের আগে ভারতের জন্য খুশির খবর জেমস অ্যান্ডারসনের রিভার্স সুইং সামলাতে হবে না ভারতীয় ব্যাটসম্যানদের৷ দ্বিতীয় টেস্টে অ্যান্ডারসন-সহ চার ক্রিকেটারকে বিশ্রাম দিল ইংল্যান্ড৷

team england | newsfront.co

শুক্রবার ১২ সদস্যের নাম ঘোষণা করল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট৷ অ্যান্ডারসন ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে ডোমিনিক বেস এবং জোস বাটলারকে৷ এছাড়াও চোটের কারণে আগেই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন আর এক ব্রিটিশ পেস বোলার জোফরা আর্চার৷

দ্বিতীয় টেস্টের দলে পাঁচটি পরিবর্তন করেছে ইংল্যান্ড৷ দলে এসেছেন মোয়েন আলি, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওয়কস, বেন ফোওকস ও ওলি স্টোন৷ অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়ার কথা আগেই জানিয়েছিল ইংল্যান্ড। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভালো পারফরমেন্স না করতে পারলেও দ্বিতীয় ইনিংসে বল হাতে ভালোই ম্যাজিক দেখান জিমি।

আরও পড়ুনঃ সচিনপুত্র থাকলেও শ্রীসন্থ নেই আইপিএলের নিলামে

আসলে চলতি বছরে ঠাসা সূচির কথা মাথায় রেখে রোটেশন পদ্ধতি ক্রিকেটারদের খেলাচ্ছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট৷ ঠিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট খেলা জনি বেয়ারস্টোকে ভারতের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে বিশ্রাম দেয় ইংল্যান্ড৷ ২০২১ অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজের কথা ভেবে এই রোটেশনের পথে হাঁটছে ব্রিটিশরা। বিশেষ করে তাঁদের রিজার্ভ বেঞ্চ এতটা মজবুত ঝুঁকি নিতে অসুবিধা হচ্ছে না রুট ব্রিগেডকে।

ইংল্যান্ডের প্রথম ১২ জনের দলঃ জো রুট, মইন আলি, স্টুয়ার্ড ব্রড, রোরি বার্নস, বেন ফোকস, ডান লরেন্স, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here