করোনা অতিমারির মাঝেই সিএএ বিরোধী আন্দোলনের নেত্রী গ্ৰেফতার

0
809

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

বিশ্বজুড়ে করোনা অতিমারির মাঝেই উত্তর-পূর্ব দিল্লিতে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল ‘জামিয়া কো-অর্ডিনেশন কমিটি’র মিডিয়া কো-অর্ডিনেটর সাফুরা জারগারকে।

সফুরা জারগার (ছবি সংগৃহীত)

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর দিল্লির যুগ্ম পুলিশ কমিশনার অলোক কুমার জানান যে দিল্লির জাফরাবাদ এলাকায় নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করার অভিযোগ রয়েছে সাফুরার বিরুদ্ধে। সেই আন্দোলনে বেশিরভাগই মহিলা আন্দোলনকারী ছিলেন।

উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ পাস হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে শুরু হয় দেশব্যাপী আন্দোলন। অভিযোগ ওঠে এই আইন ভারতীয় সংবিধানের মূল ভাবনার বিরোধী। শুধু তাই নয় এই আইনের আওতায় একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে বঞ্চনার অভিযোগ ওঠে। দেশজুড়ে শুরু হয় আন্দোলন। সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here