মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে ‘মিশন শক্তি প্রোগ্রাম’ চালু করল জম্মু-কাশ্মীর পুলিশ

0
56

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আত্মনির্ভর হয়ে উঠবে মেয়েরা। নিরাপত্তার জন্য কোনও পুরুষের ভরসা করতে হবে না উপত্যকার মেয়েদের। শ্লীলতাহানি ও যৌনহেনস্থা রুখতে ২০১২-১৩ থেকে নানা থানার উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজে মেয়েদের আত্মরক্ষার পাঠ হাতেকলমে শেখানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার।

Mission Shakti Program

এবার উধমপুর জেলায় মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে চালু হয়েছে ‘মিশন শক্তি প্রোগ্রাম’। এই প্রোগ্রামে মেয়েদের ‘সেলফ-ডিফেন্স’-এর প্রশিক্ষণ দিচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ।

এই প্রোগ্রামে একমাস ধরে মেয়েদের মার্শাল আর্ট ও সেলফ-ডিফেন্সের কসরত হাতে কলমে শেখানো হবে। ৪৫ টি স্কুল ও কলেজের ছাত্রীদের এই প্রশিক্ষণ দিচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ। ‘মিশন শক্তি’ প্রোগ্রামের দায়িত্বে রয়েছেন এমন এক ব্যক্তি জানিয়েছেন, স্কুলেই মেয়েদের আত্মরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন করে শিক্ষিকাকেও এই প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত কেরল, মৃত্যু অন্তত ১১ জনের

অনেক সময় জনবহুল এলাকায় বা কোনও মেলায় মেয়েদের উপর হামলা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনর আগেই দুষ্কৃতিরা পালিয়ে যায়। সেক্ষেত্রে মেয়েরা যাতে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে, সেইকারণে শুরু থেকেই ছাত্রীদের এই আত্মরক্ষার পাঠ দিচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here