মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
জম্মুতে ব্যর্থ নাশকতার ছক। আকাশে ফের ‘পাক’ ড্রোনের দেখা পাওয়া গেল। ঘটনাটি ঘটেছে কানাচক এলাকায়। ওই ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছিল বলে জানা যায়। বৃহস্পতিবার রাতে প্রথম ড্রোনটি চোখে পড়ে।
অবশেষে এদিন গুলি করে ড্রোনটিকে নামায় পুলিশ। প্রায় পাঁচ কেজি আইডি উদ্ধার করা হয়েছে। তার ফলে নাশকতার ছক ব্যর্থ হয়েছে। এদিকে, সোপোরে রাতভর গুলির লড়াইয়ে ২ জন লস্কর-ই-তৈবা কমান্ডার নিকেশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র।
আরও পড়ুনঃ ৫৩ বছর ধরে চলা মামলার শুনানির দিনেই প্রয়াত ১০৮ বছর বয়সী আবেদনকারী
এই ঘটনার আগে গত ২৭ জুন জোড়া বিস্ফোরণে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশন কেঁপে ওঠে। প্রথমবার ভারতীয় সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ব্যবহৃত হয় ড্রোন। তারপর থেকে একাধিকবার জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে দেখা মিলেছে সন্দেহজনক ড্রোনের। সেনার বিভিন্ন হাইলি সেন্সিটিভ জোন-এর কাছেও ধরা পড়ছে এই সমস্ত ড্রোন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584