নির্বাচনের পরে ফিরতে পারে রাজ্যের মর্যাদা, জম্মু-কাশ্মীরে ঘোষণা শাহের

0
66

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

নির্বাচনের পরেই রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু-কাশ্মীর, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জম্মু-কাশ্মীর সফরে গিয়ে এমনটাই ঘোষণা করলেন শাহ।২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্র। তার পরে এই প্রথমবার জম্মু-কাশ্মীর সফরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রীনগর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, উপ রাজ্যপাল মনোজ সিনহা।

Amit Shah
অমিত শাহকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যপাল মনোজ সিনহা, ছবিঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

তিনদিনের সফরে শনিবার সকালে জম্মু-কাশ্মীর পৌঁছেছেন শাহ। সেদিনই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উপত্যকায় আসন বিন্যাসের পরেই হবে নির্বাচন আর তার পরে রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর।

আরও পড়ুনঃ আগামীকাল মেট্রোর নন-এসি রেকের বিদায় অনুষ্ঠান মহানায়ক উত্তমকুমার স্টেশনে

শ্রীনগর পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে যান জম্মু-কাশ্মীরের নিহত পুলিশ আধিকারিক পারভেজ আহমদের পরিবারের সঙ্গে। জঙ্গিদের হাতে কয়েকদিন আগেই নিহত হন পারভেজ আহমেদ। কেন্দ্রীয় পারভেজের স্ত্রী-র সঙ্গে দেখা করে তাঁকে চাকরির প্রস্তাবও দিয়েছেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই পুলিশকর্মীর আত্মবলিদান মনে রাখবে গোটা দেশ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here