নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিগত ১০০ বছরে বিশ্বের শ্রেষ্ঠ দানশীল ব্যক্তি জামশেদজি টাটা। আজকের অর্থমূল্য অনুযায়ী জনহিতকর কাজে তাঁর দানের মূল্য প্রায় ১০২ বিলিয়ন মার্কিন ডলার, এমন তথ্যই উঠে এসেছে এক গবেষণায়।
এডল- গিভ ফাউন্ডেশন ও হুরুণ ইন্ডিয়ার এক গবেষণায় জামশেদজি টাটাকে ‘ শতাব্দীর শ্রেষ্ঠ দানশীল ব্যক্তি’ বলে অভিহিত করা হয়েছে। সারা বিশ্বের শ্রেষ্ঠ ৫০ জন দানশীল শিল্পপতির একটি তালিকা প্রকাশ করেছে এডল-গিভ ফাউন্ডেশন ও হুরুণ ইন্ডিয়া। ৩৯ জন সেরা দানশীল শিল্পপতিকে নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা,ইউকে-র ৫ জন শিল্পপতির নাম রয়েছে তালিকায়, চীন থেকে রয়েছে ৩ জন শিল্পপতির নাম, ভারত থেকে রয়েছেন ২ জন , একজন জামশেদজি টাটা আর অন্যজন উইপ্রো র কর্ণধার আজিম প্রেমজি। ৫০ জনের তালিকার ১২ নম্বরে আছেন আজিম প্রেমজি, তাঁর দানের অর্থমূল্য প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বের সবথেকে উদার মনের এই ৫০ জন ব্যক্তিত্বের সম্মিলিত দানের পরিমাণ আজকের অর্থমূল্যের নিরিখে প্রায় ৮৩২ মার্কিন ডলার। তার মধ্যে প্রায় ৫০৩ বিলিয়ন ডলার এখনো রয়েছে সংস্থার ট্রাস্টে আর বাকি ৩২৯ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে বিগত শতকেই।
এডল-গিভ ফাউন্ডেশন ও হুরুণ ইন্ডিয়ার মতে, যখন গত শতাব্দীতে আমেরিকা বা ইউরোপীয় দেশগুলি ‘শিল্প সংস্থার উচিত জনহিতে অর্থ দান করা’- এই আদর্শের বিষয়টি সম্পর্কে সচেতন হয় তখন ভারতের টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা বিশ্বের শ্রেষ্ঠ দানশীল ব্যক্তি হিসেবে পরিগণিত হয়েছেন।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, আজকের দিনের বিলিয়নেয়ার যাঁরা, তাঁরা কেউই দানশীল হয়ে উঠতে পারেননি। তাঁরা প্রায় সকলেই ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে মনোযোগী, জনহিতকর কাজে অর্থ দানের নজির সেভাবে তৈরি করতে পারেননি কেউই। তালিকায় নাম নেই আমাজনের কর্ণধার জেফ বেজোসের বা টেলসা-র কর্ণধার এলোন মাস্কের এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গেরও নাম নেই তালিকায়। কিন্তু ৫০ জনের এই তালিকার যাবতীয় দানের প্রক্রিয়া আজও চলছে হয় তাঁদের সংস্থার পক্ষ থেকে বা তাঁদের পরিবারের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584