প্রথম প্লে-অফে কেরালা ব্লাস্টার্স হারিয়ে দিল জামশেদপুরকে

0
53

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

শেষ পর্যন্ত চিমার সহজ গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল জামশেদপুর এফসিকে। আইএসএলের প্রথম প্লে-অফে কেরালা ব্লাস্টারের কাছে ১-০ গোলে হেরে গেল ২০২২ -এর শিল্ড চ্যাম্পিয়ন জামশেদপুর এফসি। শুক্রবার গোয়ার ফতরদার আন্তর্জাতিক অ্যাথলেটিক স্টেডিয়ামে প্রথম প্লে-অফে জামশেদপুর এফসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল কেরালা ব্লাস্টার। ২০১৬- র পর দ্বিতীয়বার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল কেরালা ব্লাস্টার্স ।

Kerala vs Jamshedpur

এদিনের ম্যাচের প্রথম থেকে জামশেদপুর এফসি এগিয়ে ছিল। কিন্তু জামশেদপুর এফসির চিমা গোলকিপারকে একা পেয়েও বল বাইরে মারেন। এরপর থেকে ম্যাচের রাশ নিয়ে নেয় কেরালা ব্লাস্টার্স। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় ভাসকুয়েজ পাস থেকে কেরালার মিডিও সাহাল গোলকিপার মাথার উপর দিয়ে বল করে বল জালে জড়িয়ে দিয়ে কেরালা ব্লাস্টারকে ১-০ গোলে এগিয়ে দেয়। প্রথমার্ধে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ পেয়েছিল কেরালা ব্লাস্টার্স এর আদ্রিয়ানা লুনার, ফ্রি কিক বার পোস্টে লেগে ফিরে আসে।

Kerala vs Jamshedpur

এদিনের ম্যাচের খলনায়ক ইস্টবেঙ্গল ফেরত চিমা, যদিও ইস্টবেঙ্গল থেকে জামশেদপুর এফসিতে যোগ দেওয়ার প্রায় প্রতিটি ম্যাচে গোল করে নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেও এই দিনটা দুটি সহজ সুযোগ নষ্টের ফলে জামশেদপুরকে ফাইনালে পৌঁছানো আরোও কঠিন করে দিল। ফিরতি প্লে-অফে দু’গোলে লিড নিয়ে জিততে হবে জামশেদপুরকে ফাইনালে পৌঁছাতে হলে। আইএসএল লীগে এদিনের ম্যাচে ফেভারিট হিসাবে শুরু করেছিল জামশেদপুর এফসি। কিন্তু চিমার দুটি সহজ সুযোগ নষ্ট খেসারত দিতে হলো পুরো দলটাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here