নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম সংলগ্ন মাঠে শালবনীর ব্লক স্তরের জঙ্গলমহল উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালবনী ব্লকের বিডিও সঞ্জয় মালাকার, জেলা পরিষদের বনভূমি দফতরের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ ,শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারি, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো,শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাশেম খান সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলার উদ্বোধন মন্ত্রী সৌমেন মহাপাত্র’র
এবার জঙ্গলমহল উৎসবে চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে । শনিবারও রবিবার শালবনী ব্লকের ব্লক স্তরের জঙ্গল মহল উৎসব অনুষ্ঠিত হবে।শালবনী ব্লকের ব্লক স্তরের দুই দিনব্যাপী জঙ্গলমহল উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করে বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, এ বছর জঙ্গলমহল উৎসব সপ্তম বর্ষে পড়েছে। মানুষের মধ্যে এই উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে ।
আরও পড়ুনঃ ফালাকাটায় খেলার সামগ্রী বিতরণ
তবে করোনা পরিস্থিতির জন্য তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক ব্যবহার করে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান ৷ তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই জঙ্গলমহল উৎসব শুরু হয়েছিল। যা এবছর সপ্তম বর্ষে পড়েছে।
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে জঙ্গলমহল উৎসবে আদিবাসী নাচ, পাতা নাচ, ছৌ নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি সর্বস্তরের মানুষকে জঙ্গলমহল উৎসবে সামিল হওয়ার আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584