নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের পর করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও এক প্রার্থী।জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনা আক্রান্ত হয়ে বহরমপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন, শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জঙ্গিপুর কেন্দ্রে ভোট আগামী ২৬ এপ্রিল নির্ধারিত ছিল কিন্তু প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়ে গেল এই কেন্দ্রের নির্বাচনও। তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জাকির হোসেন।
আরএসপির লোকাল কমিটির সম্পাদক প্রদীপ বাবু পেশায় একজন আইনজীবি ছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পরদিন থেকে জ্বর হয় তাঁর, এরপরেই বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
এর আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয় করোনায়। এই নিয়ে মুর্শিদাবাদের দুটি আসনের নির্বাচন স্থগিত হয়ে গেল দুই প্রার্থীর মৃত্যুতে।
আরও পড়ুনঃ এক দফায় ভোট করার দাবি নাকচ কমিশনের, করোনা বিধি মেনেই চলবে প্রচার
করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ভাঙছে, তবে নির্বাচন কমিশন জানিয়েছে তিন দফার ভোট একদিনে করা সম্ভব নয়, পূর্ব নির্ধারিত নির্ঘন্ট মেনেই হবে নির্বাচন। তবে সন্ধ্যা ৭ টা থেকে সকল ১০ টা পর্যন্ত প্রচার বন্ধ রাখতে হবে কোভিড প্রতিরোধ করতে। এই বিষয়টি বোধগম্য হয়নি অনেকেরই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584