টিভিতে জানুয়ারি জমজমাট

0
275

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

জানুয়ারি মাসের বাকি আর মাত্র কটা দিন। এই কদিন বহুপ্রতীক্ষিত নানা চমক অপেক্ষা করছে শ্যামা, রাধিকা, মিঠাই প্রেমীদের জন্য। প্রত্যেকটি ধারাবাহিকেই রয়েছে দারুণ চমক। জি বাংলা সূত্রে পাওয়া চমকের কিছু আভাস দিই একে একে।

tele actress | newsfront.co
‘আলো ছায়া’

alo | newsfront.co

সেনগুপ্ত বাড়িতে সবাই জানে আলো আর নেই। তাই বন্ধুর মেয়ে বিপাশার সঙ্গে আকাশের বিয়ে ঠিক করে তীর্থঙ্কর। ওদিকে আলো সেনগুপ্ত বাড়িতে আসে পুষ্প বাইয়ের ছদ্মবেশে। আলো কি এবার বাবান আর তীর্থঙ্করের মুখোশ খুলে দিতে সক্ষম হবে?’আলো ছায়া’ দেখুন সন্ধে ৬ টায়।

rani rashmoni | newsfront.co
‘রানী রাসমণি’

প্রাণ সংশয় রানির। উপায় খুঁজে পেতে গদাধরের কাছে যায় মথুর। গদাধর মথুরকে মা ভবতারিণীকে ডাকতে বলে। এই যাত্রায় কি ভাল হয়ে যাবে রানি মা? জানতে দেখুন ‘রানী রাসমণি’ সন্ধে সাড়ে ৬ টায়।

nikhil and shayama | newsfront.co
‘কৃষ্ণকলি’

krishnakali | newsfront.co

শ্যামাকে চৌধুরী বাড়িতে বরণ করে তোলা হয়৷ রাধারানি জানতে পারে কৃষ্ণা শ্যামার মেয়ে। তাই তাকে গানের প্রতিযোগিতায় জিততে না দেওয়ার প্ল্যান করে সে। সে কি সফল হবে তার প্ল্যানে? জানতে দেখুন ‘কৃষ্ণকলি’, সন্ধে ৭ টায়।

mithai | newsfront.co
‘মিঠাই’

monohara | newsfront.co

কঠিন ঢাক প্রতিযোগিতায় অংশ নিয়েছে যমুনা। সে কি জিতবে? দেখুন ‘যমুনা ঢাকি’ সন্ধে সাড়ে ৭ টায়।
সোমের সঙ্গে মিঠাইয়ের বিয়ে ঠিক হয়। সোম বিয়ের দিন বিয়ে না করায় দাদুর হার্ট অ্যাটাক হয়৷ কী হবে এরপর? ‘মিঠাই’ দেখুন রাত ৮ টায়।

soudaminir sansar | newsfront.co
‘সৌদামিনীর সংসার’

আরও পড়ুনঃ সাইবার ক্রাইমের গল্প বলবে শিলাদিত্যর ‘দ্য ইনসাইড জব’

ফুলশয্যা নিয়ে এক্সাইটেড প্রিয়ম। সে সাজতে যায় পার্লারে। সেখানে ঘটে বিপত্তি। কী বিপত্তি ঘটে তার সঙ্গে? সে কি পারবে নিজেকে বাঁচাতে? দেখুন ‘জীবন সাথী’ রাত ৯ টায়।

actress | newsfront.co
পাণ্ডব গোয়েন্দা’

pandab goyenda | newsfront.co

সব বাধা কাটিয়ে বিয়ে সম্পন্ন হয় কর্ণ-রাধিকার। এবার তাদের ফুলশয্যার সময় আসন্ন। দেখুন ‘কী করে বলব তোমায়’, রাত সাড়ে ৯ টায়।মিনির পাতা ফাঁদে ধরা পড়ে আন্নাকালী। গ্রেফতার হয়।

আরও পড়ুনঃ ‘রান্নাবান্না’য় মানালি

দেখুন ‘সৌদামিনীর সংসার’, রাত ১০ টায়।পাণ্ডব গোয়েন্দাকে দিয়ে বে আইনি কাজ করাতে চায় মেঘরাজ মালপানি। পাণ্ডব গোয়েন্দা রাজি হয় না। এরপর কী ঘটে তা জানতে দেখুন ‘পাণ্ডব গোয়েন্দা’ রাত সাড়ে ১০ টায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here