নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সেরা হলে তবেই পুরস্কার পাওয়া যায়। এতদিন এমনই ধারণা ছিল সকলের। তবে এবার বিয়ে করলেও মিলবে পুরস্কার। নাহ্। কোনো ভুল হয়নি আপনার। ‘বিয়ে করলেও এবার মিলবে পুরস্কার’। বিশ্বাস করতে না পারলেও যে এ কথা সত্য তা প্রমাণ করলো জাপান সরকার।
বিয়ে করলেই এবার জাপানের বাসিন্দাদের দেওয়া হবে আর্থিক পুরস্কার। দেশের ক্রমহ্রাসমান জনসংখ্যা বৃদ্ধির তাগিদেই নয়া উদ্যোগ জাপান সরকারের। ২০২১-এর এপ্রিল মাস থেকেই কার্যকরী হবে এই প্রকল্প।
এদেশে ‘নিউলি ওয়েডস অ্যান্ড নিউ লাইফ সাপোর্ট’ নামক প্রকল্পের মাধ্যমেই নব দম্পতিকে এই আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই পুরস্কার মূল্য ৬ লক্ষ ইয়েন (জাপানী মুদ্রা) অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা মতো।
আরও পড়ুনঃ রাষ্ট্রসঙ্ঘের কর্মচারীদের বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার প্রস্তুতি রাশিয়ার
কিন্তু হঠাৎ এমন অভিনব উদ্যোগের কারণ কী? জানা গিয়েছে, জাপানীরা ক্রমশ বিবাহ বিষয়ে উৎসাহ হারাচ্ছেন। কেউ একাই জীবন কাটিয়ে দিচ্ছেন তো কেউ কেউ লিভ ইন সম্পর্ককেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
আরও পড়ুনঃ একুশ বারের চেষ্টায় আধার কার্ড না পেয়ে মোদীর বিরুদ্ধে মামলা
পাশাপাশি সন্তান ধারনের ক্ষেত্রেও তাঁদের মধ্যে অনিহা দেখা দিয়েছে তাই জাপান সরকারের এই অভিনব উদ্যোগ। তবে এই আর্থিক পুরস্কার পাওয়ার জন্য বেশ কিছু শর্তও আরোপ করা হয়েছে।
এই পুরস্কার লাভের জন্য পাত্র-পাত্রী দু’জনেরই বয়স ৪০ বছরের কম হতে হবে। শুধু তাই নয়, পাত্র-পাত্রী দু’জনেরই বয়স ৩৫ বছরের কম হয় সেক্ষেত্রে দু’জনের মিলিত আয় বছরে ৪৮ মিলিয়ন ইয়েন হলেই মিলবে এই আর্থিক পুরস্কার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584