নোবেলজয়ী জাপানি পদার্থবিদ ইসামু আকাসাকির জীবনাবসান

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জীবনাবসান নোবেলজয়ী জাপানি পদার্থবিদ ইসামু আকাসাকির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
আজকের এলইডি আলোর উৎস ব্লু লাইট এমিটিং ডায়োড-এর উন্নতিকল্পে অসামান্য অবদানের জন্য ২০১৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি।

isamu akasaki | newsfront.co
ইসামু আকাসাকি। ছবি: টুইটার

নোবেলজয়ী পদার্থবিদ ইসামু আকাসাকি নাগোয়ার মেইজো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। নাগোয়ারই এক হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।২০১৪ সালে জাপানের আরেক পদার্থবিদ হিরোশি আমানো ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পদর্থবিজ্ঞানি শুজি নাকামুরার সঙ্গে সম্মিলিত ভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ডক্টর ইসামু আকাসাকি।

আরও পড়ুনঃ অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যা ৩০ ব্যক্তির, মৃত্যু ৭জনের

তাঁদের আবিষ্কার ব্লু লাইট এমিটিং ডায়োড পাল্টে দিয়েছিল আলোর উৎসের দিশা। অনেক কম খরচে, অনেক বেশি টেকসই এবং সর্বোপরি পরিবেশ বান্ধব আলোর উৎস আবিষ্কার এক যুগান্তকারী বৈজ্ঞানিক বিপ্লব এনে দেয়।

দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স পুরস্কার ঘোষণার সাইটেশনে উল্লেখ করে ” সকলে যেখানে হেরে গিয়েছেন, এঁদের সাফল্যের যাত্রা শুরু হয়েছে সেখান থেকে।” সেখানে উল্লেখ করা হয়, “এই আবিষ্কার বিজ্ঞানে বিপ্লব এনে দিয়েছে।”ডক্টর ইসামু আকাসাকির এই বৈপ্লবিক আবিষ্কার অমর হয়ে থাকবে বিজ্ঞান জগতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here