নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
জোর ধাক্কা ইংল্যান্ড শিবিরে! টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে আগামী ১০ নভেম্বর, বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড। তার ঠিক আগেই গুরুতর চোট পেলেন ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ে চোট পেয়ে মাঠ ছেড়ে ছিলেন জেসন রয়। তারকা ওপেনারের চোট যে বেশ গুরুতর তার আশঙ্কাই সত্যি হল। পায়ের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জেসন। ইতিমধ্যেই জেসনের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জেমস ভিনস -এর নাম ঘোষণা করেছে ইংল্যান্ড।
🚨 JUST IN: England confirm replacement for injured star.
Details 👇#T20WorldCup https://t.co/dBfkk0NXJk
— ICC (@ICC) November 8, 2021
আরও পড়ুনঃ আফগানদের হারে বিশ্বকাপ অভিযান শেষ কোহলিদের
যদিও জেমস ভিনস, রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে আমিরশাহিতেই ছিলেন। জেসন রয়ের পরিবর্ত হিসেবে জেমস ভিনসকে ইংল্যান্ড শিবিরে যোগ দেওয়াকে স্বীকৃতি জানিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584