শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
বিভিন্ন চলমান সিরিজে পারফরম্যান্স এর ভিত্তিতে সদস্য প্রকাশিত হল আইসিসির তিন ফরম্যাটের ক্রমতালিকা। ক্রমতালিকায় ভারতীয় তারকাদের নানারকম অবস্থান দেখা গেল। আরও অবস্থান পিছিয়েছে আবার কারও অবস্থান এগিয়েছে। ভারতীয় বোলিং আপের উজ্জ্বল নক্ষত্র জসপ্রীত বুমরাহ যেমন টেস্ট তালিকায় তিন ধাপ এগিয়ে প্রথম দশে ঢুকে পড়েছেন। বর্তমানে তাঁর অবস্থান নয় নম্বরে।
পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন এর ক্রমতালিকায় কোন প্রকার পরিবর্তন হয়নি। সে আগের দুই নম্বর অবস্থানই ধরে রেখেছে। অন্যদিকে, ভারতীয় ব্যাটিং সুপারস্টার টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছেন, তাঁর প্রভাব ক্রম তালিকায় পড়েছে। বর্তমানে তিনি একধাপ পিছিয়ে নয় নম্বরে অবস্থান করেছেন।
🔺 Jasprit Bumrah into the top 10
🔺 Kagiso Rabada surges upThe pace duo make gains in the latest @MRFWorldwide ICC Men’s Test Player Rankings for bowling 📈
Details 👉 https://t.co/VkBay1CqRn pic.twitter.com/uw0uOgRDQP
— ICC (@ICC) January 5, 2022
বিরাট কোহলির অফ ফর্মের বদৌলতে অনেক আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রমতালিকায় পিছনে ফেলেছিলেন পাক অধিনায়ক বাবর আজম। এবার সেই ধারা বজায় রেখে টেস্ট ক্রিকেটেও পিছনে ফেললেন কোহলিকে। বাবর আজমের বর্তমানে টেস্ট তালিকায় অবস্থান অষ্টম নম্বরে। পাশাপাশি তিনি গতবছর ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলিকে একনম্বর স্থান থেকে সরিয়ে দখল করে নেন। এখনও পর্যন্ত তিনি ক্রমতালিকায় এক নম্বরে আছেন। বিরাট কোহলি এই তালিকায় দুই নম্বরে রয়েছেন।
আরও পড়ুনঃ নয় ম্যাচের পরও জয় অধরা রইল ইস্টবেঙ্গলের
তবে ভারতীয় ব্যাটারদের মধ্যে ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে ক্রমতালিকায় ১৮ ধাপ এগিয়ে এখন ৩১ নম্বরে অবস্থান করেছেন। পাশাপাশি রোহিত শর্মা তাঁর আগের পাঁচ নম্বর অবস্থান ধরে রেখেছেন। টেস্ট ফরম্যাটে এক নম্বর অবস্থান ধরে রেখেছেন অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584