অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
চতুর্থ টেস্টের আগে চিন্তা ভারতীয় শিবিরে। বোলারদের ফিটনেস সমস্যা আরও প্রবল হল এবার সেই তালিকায় যোগ হলেন জসপ্রীত বুমরাহ। পেটে ব্যথার কারণে ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা চতুর্থ তথা সিরিজের শেষ টেস্টে খেলবেন না তিনি।
বিসিসিআইয়ের তরফে মঙ্গলবার জানানো হয়, ফিল্ডিং করার সময় বুমরাহর পেটে টান লাগে। সেই জন্য ব্রিসবেন টেস্টে নেই তিনি। যদিও ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছে বোর্ড। বুমরাহ না থাকায় ভারতীয় দলের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন মহম্মদ সিরাজ। টেস্টের অভিজ্ঞতা যাঁর মাত্র ২ ম্যাচ, সঙ্গে নবদীপ সাইনি, শার্দূল ঠাকুর এবং টি নটরাজন। যা ভারতীয় দলের কাছে বড় চিন্তা।
সোমবার সিডনিতে শেষদিনে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই হনুমা বিহারী দুর্দান্ত ব্যাটিং উপহার দেন। ম্যাচ শেষে স্ক্যান করা হয় তাঁর।
আরও পড়ুনঃ তদন্তে দোষী প্রমাণিত হলে নির্বাসিত হতে পারে সিডনি ক্রিকেট গ্রাউন্ড
বিসিসিআইয়ের তরফে জানানো হয়, “এখনও রিপোর্ট আসেনি। তবে যদি গ্রেড ওয়ান টিয়ারও হয়, ২ সপ্তাহের জন্য পাওয়া যাবে না তাঁকে। রিহ্যাবের পর সুস্থ হয়ে উঠতে আরও কিছু সময় লাগবে। তাই শুধু ব্রিসবেন টেস্ট নয়, হয়তো ইংল্যান্ড সিরিজেও খেলবেন না তিনি।” ফলে গাব্বাতে নামার আগে বেশ চিন্তায় অধিনায়ক অজিঙ্ক রাহানে ও কোচ রবি শাস্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584