নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশজুড়ে কমেছে করোনা্ সংক্রমণ, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে প্রায় সব রাজ্যই। এই পরিস্থিতিতে ‘জহর নবোদয় বিদ্যালয়’-গুলি জানিয়েছে নবম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ক্লাস শুরু হবে তবে ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়ে। হস্টেলগুলিতেও থাকতে পারবে পড়ুয়ারা তবে তার জন্য অভিভাবকের অনুমতিপত্র প্রয়োজন।
যদিও স্কুল খোলার কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি জেএনভি কর্তৃপক্ষ তবে তারা জানিয়েছে স্কুল খুললেও তাদের অনলাইন ক্লাস যেমন চলছে তাও চালু থাকবে। জেএনভি-র তরফে জানানো হয়েছে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে কাউন্সেলিং ও অন্যান্য পরিকাঠামো তৈরির কথাও ভাবছে তারা। স্কুল খোলার আগে সরকারি কোভিড গাইডলাইন মেনে নিজেদের মত সুনির্দিষ্ট বিধি তৈরি করা হবে।
Students will be permitted to attend classes & stay in hostel only with parents’ consent. Provision of online classes will continue. Arrangement in place for providing support to ensure mental & physical health & well-being of students via proper counseling: Education Ministry
— ANI (@ANI) August 27, 2021
গতবছর ১৫ জুন থেকে করোনা অতিমারির কারণে অনলাইন ক্লাস শুরু হয় জেএনভি-র। স্কুলের প্রতি মাসে পরীক্ষার পরিবর্তে পর্যায়ক্রমে অনলাইন মূল্যায়ন ব্যবস্থা শুরু হয়, শিক্ষকদেরও সেই অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনঃ দিল্লিতে খুলছে স্কুল-কলেজ-কোচিং, সেপ্টেম্বর থেকে শুরু নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন
যেসব পড়ুয়াদের মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই তাদের জন্য বই-খাতা, লিখিত এসাইনমেন্ট, কোয়েশ্চেন ব্যাঙ্ক এসবের ব্যবস্থা করা হয়। এসবের পরে দীর্ঘ সময় অনলাইন ক্লাসের পরে আবার পুরনো ছন্দে ফিরতে চলেছে স্কুলগুলি, জানা গিয়েছে এমনটাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584