লকডাউনে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিয়ে মহানুভবতার পরিচয় দিলো জওয়ানরা

0
45

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

যাদের লক্ষ্য শুধু দেশ কে রক্ষা করার জন্য নিজেদের জীবনের বাজি রেখে শত্রু পক্ষের মোকাবিলা করা। সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুধু বন্দুক উঁচিয়ে শত্রু দমন করতেই ওস্তাদ নয়, তারাও যে মানবিক, অন্যের দুঃখে তারাও কষ্ট পায় তার প্রমান রাখলেন ৬৬ নং ব্যাটলিয়নের জওয়ানরা। লকডাউনে অসহায় মানুষদের পাশে থেকে তাদের খাদ্য সামগ্রী তুলে দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন।

police |newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের কর্তব্যরত কেওয়াকোল পুলিশ ব্যারাকের জওয়ানরা গোয়ালতোড়, গোড়াবাড়ি প্রভৃতি এলাকায় লকডাউনের কারনে খাদ্য সংকটে পড়া শতাধিক অসহায় মানুষের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী।

আরও পড়ুনঃ মুক-বধির হোমে স্যানিটাইজার বিলি স্বেচ্ছাসেবী সংস্থার

এদিনের এই মহান কর্মযজ্ঞে শত ব্যাস্ততাকে দূরে ঠেলে হাজির ছিলেন ব্যারাকের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট অজয় কুমার সিং, ডেপুটি কমান্ডেন্ট গৌতম মিত্র সহ অন্যান্য জওয়ান ও আধিকারিকরা। ডেপুটি কমান্ডেন্ট গৌতম মিত্র জানিয়েছেন, এই এলাকাটি এমনিতেই পিছিয়ে পড়া জঙ্গলমহল এলাকা। তার উপর লকডাউনের ফলে অনেক মানুষেই গৃহবন্দী থাকায় খাদ্য সংকটে ভুগছে। আমরা সেই সব অসহায় মানুষদের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটাতেই এই আয়োজন করেছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here