মুখ্যমন্ত্রীর নয়াদিল্লির অফিসে তথ্য ও উন্নয়ন আধিকারিক হিসেবে নিযুক্ত সাংবাদিক জয়ন্ত ঘোষাল

0
54

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সাংবাদিক হিসেবে নিজের কর্ম দক্ষতার একাধিক নজির রেখেছেন তার একসময়ের কর্মস্থল আনন্দবাজার পত্রিকায়। তার লেখা রাজনৈতিক খবরের গুনমুগ্ধ ছিলেন রাজ্যের মন্ত্রী আমলা থেকে রাজ্যের সাধারণ মানুষ প্রত্যেকেই। তবে বছর দুয়েক আগে তিনি তার দীর্ঘদিনের কর্মস্থল থেকে বেরিয়ে এসেছিলেন। এবার তাঁকে সম্মানিত করল পশ্চিমবঙ্গ সরকার।

Jayanta Ghosal | newsfront.co
জয়ন্ত ঘোষাল

জানা গিয়েছে, সাংবাদিক জয়ন্ত ঘোষালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লির রেসিডেন্ট অফিসারে মুখ্য তথ্য ও উন্নয়ন আধিকারিকের পরের নিযুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে তিনি নয়াদিল্লিতে ভারত সরকারের যাবতীয় মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন শুধু তাই নয় রাজ্য সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং সংবাদমাধ্যমে যাবতীয় সংযোগ ও সমন্বয় তিনি রক্ষা করবেন।

আরও পড়ুনঃ মহিলা-সুরক্ষায় রেলে নতুন প্রকল্প চালু

দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট অফিস হবে তার কর্মস্থল আর পশ্চিমবঙ্গে তিনি বসবেন কলকাতা ইনফরমেশন সেন্টারে। এই কাজের জন্য মাসিক দেড় লক্ষ টাকা বেতন নির্ধারিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও কাজের প্রয়োজনে দিল্লি থেকে কলকাতা এবং দিল্লি যাতায়াতের যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে। তার এই অনন্য সম্মান প্রাপ্তিতে খুশি তার সংবাদমাধ্যমের সহকর্মীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here