কলকাতায় মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ জেবিএস’র

0
92

অর্ণিবান ভট্টাচার্য, কলকাতাঃ

মেঘালয়ে বাঙালিদের প্রতি চলা অন্যায় এবং সব বাঙালিকে “বাংলাদেশি” বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে কলকাতার মেঘালয়ের ভবনের সামনে বিক্ষোভ দেখায় জাতীয় বাংলা সম্মেলন(জেবিএস)।মেঘালয়ের স্বরাষ্ট্র সচিব পি জাইরওয়া জানান,ইচ্ছামতী-ভোলাগঞ্জে বাঙালি তথা অ-ভূমিপুত্রদের উপর নির্যাতন, হেনস্থা চলছে। অভিযোগ পেয়ে রাজ্য সরকার তদন্ত চালিয়েছে।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

খাসি ছাত্র সংগঠনের দাবি,মেঘালয়ে আসা অনেক বাঙালিই অবিভক্ত ভারতে বাংলাদেশের অংশ থেকে এসেছিলেন। তাই এখানকার কোনও বাঙালিই যে ভূমিপুত্র নন,তা মিথ্যা অভিযোগ নয়।খাসি ছাত্রদের দাবি,রাজ্যের বাঙালিদের সাথে ভূমিপুত্রদের কোনও ঝামেলা নেই।

jbs members | newsfront.co
নিজস্ব চিত্র

কয়েক যুগ ধরে সহাবস্থান ও সম্প্রতি রয়েছে।ইচ্চামতিতে সংঘর্ষ এবং খাসি ছাত্র সংগঠনের এক সদস্যের মৃত্যুর ঘটনার পর রাজ্যের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে যে ভাবে বাইরের কিছু রাজনৈতিক দল-সংগঠন অহেতুক উত্তেজনা সৃষ্টি করছে তা মোটেও কাঙ্খিত নয়।

আরও পড়ুনঃ ভার্চুয়ালের মাধ্যমে তমলুকে নতুন জেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

অবশ্য অসম কংগ্রেস মেঘালয়ে বাঙালিদের ওপর অত্যাচার চালানোর বিষয়টি নিয়ে আসন্ন ভোটের আগে সরব হয়েছে।তেমনই সরব হয়েছে বরাক এবং পশ্চিমবঙ্গের কয়েকটি বাংলাবাদী সংগঠন এবং রাজনৈতিক দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here