‘লাভ জিহাদ’ নিয়ে উল্টো সুর বিজেপি শরিকের

0
100

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘লাভ জিহাদ’ আইন নিয়ে বিজেপির উল্টো সুর শরিক জনতা দল ইউনাইটেডের। ‘ধর্মান্তকরণ’ বিরোধী আইন দেশে ‘বিদ্বেষ’ ছড়াবে ও সমাজকে ‘বিভক্ত’ করবে বলেই মনে করেন শরিক জনতা দলের শীর্ষ নেতা। অন্য ধর্মে বিয়ে রুখতে বিজেপি শাসিত একের পর এক রাজ্য যখন কঠোর আইন আনছে তখন বিহারের বিজেপি শরিক দলের এই উল্টো অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Love Jihad Law | newsfront.co
প্রতীকী চিত্র

জেডিইউ-য়ের রাষ্ট্রীয় এক্সিকিউটিভ কমিটির বৈঠক বসেছে দিল্লিতে। সেখানেই সাংবাদিকদের কে সি ত্যাগী জানান, ‘লাভ জিহাদের নামে বিদ্বেষ ও সমাজে ভাগাভাগির আবহ তৈরি করা হচ্ছে।’ কে সি ত্যাগীর কথায়, ‘সাবালকদের নিজের ইচ্ছামতো বিয়ে ও ধর্ম পালনের অধিকার ভারতীয় সংবিধান ও সিআরপিসি দিয়েছে।’

আরও পড়ুনঃ আজ দিল্লিতে অমিত শাহের অনুষ্ঠানে থাকবেন সৌরভ

মূলত অতি ডানপন্থীরাই ‘লাভ জিহাদ’ শব্দের প্রয়োগ করে থাকেন। বিয়ের নামে হিন্দু মেয়েদের মুসলিম ধর্মে জোর করে ধর্মান্তকরণকেই এক্ষেত্রে ‘লাভ জিহাদ’ বলে অভিহিত করা হয়। সমাজবাদীরা ডাঃ রাম মনোহর লোহিয়ার আমল থেকেই ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে প্রাপ্ত বয়স্কদের বিয়ের অধিকারকে সমর্থন করেছে বলে দাবি জেডিইউ নেতার।

আরও পড়ুনঃ থালা বাজিয়ে ‘মন কি বাত’-বয়কট আন্দোলনরত কৃষকদের

উল্লেখ্য, গত শনিবার উত্তরপ্রদেশের পথে হেঁটে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে লাভ জিহাদ বিলের খসড়া অনুমোদন করেছে মধ্যপ্রদেশের রাজ্য মন্ত্রিসভা। এই নয়া বিলে আইনে পরিণত হলে জোর করে ধর্মান্তরিত করলে সর্বোচ্চ ৫ বছরের জন্য কারাদণ্ড এবং সর্বনিম্ন ২৫ হাজার টাকা জরিমানা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here