নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২১-এ বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে নীতীশ কুমারের জেডিইউ। তবে বাংলার ভোটে বিজেপির জোটসঙ্গী হিসেবে নয়, একাই লড়বে জেডিইউ। এখনও পর্যন্ত কোন কোন আসনে প্রার্থী দেবে জেডিইউ তা স্থির না হলেও, জানা গিয়েছে ৭৫টি আসনে প্রার্থী দেবে নীতীশের দল। ২৭ ডিসেম্বর দলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। সেখানেই বাংলার ভোটে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে বলে দাবি করেছেন জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী।

আসন্ন নির্বাচন ঘিরে বঙ্গ রাজনীতির উত্তেজনা তুঙ্গে, গেরুয়া শিবিরের পাখির চোখ বাংলা, এককভাবেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়ে জয় হাসিল করাই লক্ষ মোদী-শাহ-নাড্ডাদের। পশ্চিমবঙ্গের ভোটে এবার মেরুকরণ এর হাওয়া, তাই বাংলায় এনডিএ জোট হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তার মাঝেই জেডিইউ-র প্রার্থী দেওয়ার ঘোষণা বেশ চমকপ্রদ।
আরও পড়ুনঃ শনিবার ‘বিক্ষুব্ধ’ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক সোনিয়ার
মূলত রাজ্যের হিন্দু অ-বাঙালি ভোটই জেডিইউ এর লক্ষ। জেডিইউ একেবারেই হিন্দি বলয়ের দল, বিহারের রাজনীতিতেই তারাসীমাবদ্ধ। বাংলার হিন্দু অ-বাঙালি ভোটকে লক্ষ করে জেডিইউ এর এগোনোকে তাই বাঁকা চোখেই দেখছে গেরুয়া শিবির। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী বিহার ভোটে বড় শরিককে বার্তা দিতেই এবার নীতীশের নজরে বাংলা?
আরও পড়ুনঃ কৃষক বিরোধী অমিত শাহ মেদিনীপুর ছাড়ো, ছিঃ শুভেন্দু ছিঃ- পোস্টার মেদিনীপুর জুড়ে
যদিও বাংলার বিজেপির ভোট ব্যাংকে থাবা বসানো মোটেই সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এসব কথায় কান দিতে রাজি নন জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী। তাঁর কথায়, “সব দলই নিজেদের বিস্তৃত করতে চায়,আমরাও সেই চেষ্টাই করছি। এর মধ্যে অন্য কোনও কারণ খোঁজা নিরর্থক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584