অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আইএসএলের সর্বপ্রথম জয়ের দোরগোড়া থেকে ফিরে আসতে ইস্টবেঙ্গলকে। এ বারের লিগে জয়হীন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৯৫ মিনিট পর্যন্ত বাকারি কোনের নিজ গোলে এগিয়ে থাকার পরেও তাদের ১-১ ড্র করে বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামের ছাড়তে হল রবিবার। শেষ মুহূর্তে পরিবর্ত মিডফিল্ডার জিকসন সিং হেড করে লাল-হলুদ বাহিনীর জয় আটকে দেন।
প্রথম জয়ের খোঁজে এ দিন ইস্টবেঙ্গলের উজ্জীবিত পারফরম্যান্স দেখে সমর্থকেরা খুশি হতেই পারতেন। কিন্তু কথায় বলে, যার শেষ ভাল, তার সব ভাল। সেই শেষটাই ভাল হল না তাদের। যে ম্যাচ একাধিক গোলে জেতা যেত, সেই ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল রবি ফাউলারের দলকে। এই ড্রয়ের ফলে অবশ্য লিগ টেবলে এগারো থেকে এক ধাপ উঠে এল তারা। ছয় রাউন্ডের পরেও দু’পক্ষই জয়হীন রয়ে গেল এবং কেরালা ব্লাস্টার্স রয়ে গেল ন’নম্বরেই।
আরও পড়ুনঃ নিজের প্রিয় ইডেনে আজহার
১৩ মিনিট: মাঘোমার থ্রু থেকে পাওয়া বল মাইনাস করেন রফিক। পিলকিংটনকে আটকাতে আসা বাকারি কোনের পায়ে লেগেই বল ঢুকে যায় গোলে।
৭১ মিনিট: অবধারিত গোল বাঁচান ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদার। বক্সের মধ্যে জর্ডান মারের শট ছিল অবধারিত গোলের জন্য। কিন্তু গোললাইনের ঠিক সামনে দাঁড়ানো অবিশ্বাস্য সেভ করেন দেবজিৎ।
৮৭ মিনিট: বক্সের মধ্যে স্টাইনমানের স্কোয়ার পাস থেকে বল পেয়ে গিয়েছিলেন মাঘোমা। গোলে শটও নেন। কিন্তু দলকে বাঁচিয়ে দেন গোলকিপার আলবিনো।
আরও পড়ুনঃ ব্যাটিং পরামর্শদাতা করে দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠানোর পরামর্শ বেঙ্গসরকারের
৯৫ মিনিট: ফাকুন্দোর কর্নারের পর বক্সের মাথায় ডানদিক থেকে বিপক্ষের গোলের দিকে বল হাওয়ায় ভাসিয়ে দেন সামাদ। সেই বলেই হেড করে গোল করে দলের হার বাঁচান জিকসন।
জেতা ম্যাচ ফের একবার হাতছাড়া হল হতাশা রাহুর দশা যেন কাটছে না টিম লাল হলুদে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584