নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৩ জুলাই হবে জয়েন্ট (অ্যাডভান্স) পরীক্ষা। দিন ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ নিশাঙ্ক বলেছেন, আইআইটিতে ভর্তির ক্ষেত্রে সাধারণত দ্বাদশ শ্রেণিতে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হত। তবে এবছর এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে।
৩ জুলাই কোভিড আচরণবিধি মেনেই এই পরীক্ষা হবে বলে জানিয়েছেন তিনি। দেশের শীর্ষ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেবে খড়গপুর আইআইটি।
Announcing the eligibility criteria for admission in #IITs & the date of #JEE Advanced. @SanjayDhotreMP @EduMinOfIndia @mygovindia @PIB_India @MIB_India @DDNewslive https://t.co/Pkuc1kbTuQ
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) January 7, 2021
সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত হবে পেপার ওয়ানের পরীক্ষা। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হবে পেপার টু’র পরীক্ষা। জয়েন্ট (মেইন) পাশ করা পড়ুয়াদের মধ্যে আড়াই লক্ষ ছাত্রছাত্রীকে এই প্রবেশিকা পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে থেকেই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা দেশের ২৩ টি আইআইটিতে ভর্তির সুযোগ পাবে।
আরও পড়ুনঃ নতুন বছরেও জিডিপি নিম্নমুখী হওয়ার পূর্বাভাস, আশা শুধু কৃষিতে
কেবল ভারতই নয়, ঢাকা, দুবাই, কাঠমাণ্ডু এবং সিঙ্গাপুরেও পরীক্ষাকেন্দ্র হবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়ছেন খড়গপুরের ডিরেক্টর বীরেন্দ্র তিওয়ারি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584