ব্রেকিং নিউজঃ জেইই-অ্যাডভান্স (JEE-Adv) পরীক্ষা ২৩শে আগস্ট

0
51

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখড়িয়াল বৃহস্পতিবার ঘোষণা করেন যে করোনা প্রাদুর্ভাবের জন্য পিছিয়ে যাওয়া জেইই-অ্যাডভান্স (JEE-Adv) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩শে আগস্ট।

গত মঙ্গলবারের ঘোষণা অনুযায়ী জেইই-মেইন(JEE-Main) ২০২০ অনুষ্ঠিত হবে আগামী ১৮ থেকে ২৩শে জুলাইয়ের মধ্যে। সাধারণত জেইই-মেইনের পরেই জেইই-অ্যাডভান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেইই-মেইন হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সংক্ষেপে আইআইটি (IIT), ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সংক্ষেপে নিটস(NITs) ও বেসরকারী প্রতিষ্ঠানে আন্ডারগ্রাজুয়েট কোর্সে ভর্তির পরীক্ষা।

আরও পড়ুন:২৬শে জুলাই নিট,আইআইটি-জেইই মেইন ১৮থেকে ২৩ শে জুলাইয়ের মধ্যে

অপরপক্ষে জেইই অ্যাডভান্স(JEE-Adv)হল দেশের ২৩টি  আইটিতে ভর্তির পরীক্ষা। যে সমস্ত ছাত্র-ছাত্রী জেইই-মেইন (JEE-Main) পরীক্ষায় প্রথম ২৫০০০০ এর মধ্যে  অবস্থান করে তারাই জেইই- অ্যাডভান্সে (JEE-ADV) বসার সুযোগ পায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here