করোনার জেরে এবার স্থগিত হল জেইই অ্যাডভান্সড ২০২১ পরীক্ষা

0
63

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা আবহে এবার পিছিয়ে গেল জেইই অ্যাডভান্সড ২০২১ পরীক্ষা। পরীক্ষা স্থগিত করল খড়্গপুর আইআইটি। আগামী ৩ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে স্থগিত রাখা হল এই পরীক্ষা। পরীক্ষার সংশোধিত তারিখ পরে ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে। এই জেইই অ্যাডভান্সডের মাধ্যমেই দেশের ২৩টি আইআইটি-তে ব্যাচেলর, ইন্টিগ্রেটেড মাস্টার্স ও ডুয়াল ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যায়।

jee 2021 | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, এর আগে জেইই মেইন ২০২১-র এপ্রিল ও মে মাসের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই পরীক্ষা কবে নেওয়া হবে তার ঘোষণাও এখনও করা হয়নি।

আরও পড়ুনঃ কেন্দ্রের নিষেধাজ্ঞা জারির আগে সরকারি বিধি মানার প্রক্রিয়া শুরু করল ফেসবুক

উল্লেখ্য, জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসার জন্য যোগ্যতা নির্ণায়ক মানদণ্ডের দুটি শর্ত পূরণ করতে হয় পরীক্ষার্থীদের। প্রথমত, জেইই মেইন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয়ত, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। এবার, দ্বিতীয় শর্তটি শিথিল করা হয়েছে।

আরও পড়ুনঃ ভারতীয় পাসপোর্টে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল বহু দেশ

এদিকে যেসব পরীক্ষার্থীরা জেইই অ্যাডভান্সড পরীক্ষার জন্য রেজিস্টার করেছিলেন, কিন্তু করোনার কারণে পরীক্ষায় অবতীর্ণ হতে পারেননি, তাঁদের জেইই অ্যাডভান্সড ২০২১ পরীক্ষায় সরাসরি বসার অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের জেইই মেন ২০২১-এর পরীক্ষা দিতে হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here